কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি।- কিশোরগঞ্জের কটিয়াদীতে নানার বাড়ির পুকুরে ডুবে মাজহারুল ইসলাম সৌরভ (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ জুন) দুপুর ২টার দিকে উপজেলার বাগরাইট গ্রামে পানিতে ডুবে শিশুমৃত্যুর এ ঘটনা ঘটে।মাজহারুল ইসলাম সৌরভ উপজেলার জালালপুর ইউনিয়নের পূর্ব ফেকামারা গ্রামের আসাদুজ্জামানের ছেলে। স্থানীয় সূত্র জানায়, শুক্রবার (১৮ জুন) বেলা ১১টার পর সৌরভ বাড়ি থেকে খেলতে বের হয়। কিন্তু দীর্ঘ সময় পরও বাড়িতে ফিরে না আসায় বাড়ির লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে খুঁজতে গিয়ে সেখানে তাকে ভাসতে দেখেন স্বজনেরা। তারা দ্রæত পুকুর থেকে তাকে উদ্ধার করে নিয়ে আসেন। কিন্তু ততক্ষণে সৌরভ আর বেঁচে নেই! শিশুটির মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে আসে।
Leave a Reply