ফজিবর রহমান বাবু ।- দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে। খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, আর্থ-সামাজিকসহ সকল ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হচ্ছে। এ কারণে বিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। বাঙালির ভাগ্য পরিবর্তন ও দেশের উন্নয়নে কোনো অপশক্তিই তাকে দমাতে পারবে না। তিনি বলেন ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে যতদিন দেশ থাকবে, এদেশ কখনো পথ হারাবে না। শেখ হাসিনার হাত ধরেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ হবে।’
২৫ আগস্ট ২০২১ বুধবার দুপুরে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মাহানপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে গুড নেইবারস্ বাংলাদেশ, বীরগঞ্জ সিডিপির উদ্যোগে স্থানীয় দানশীল মানুষের সহযোগিতায় ১৭২ জন দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি এমপি গোপাল এসব কথা বলেন।
এসময় তিনি সামাজিক দূরুত্ব বজায় রেখে প্রত্যেককে ৯ কেজি চাল, ১ লিটার তেল, ১ কেজি ডাল, ২ কেজি লবণ ও ২টি সাবান বিতরণ করেন এমপি গোপাল।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল কাদের, জেলা মৎস কর্মকর্তা মো. ম্ক্তুাদির খান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো. নুর ইসলাম নুর, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হিমেল চন্দ্র রায়, সিডিপির ম্যানেজার প্রাঞ্জলি মৃ, মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান গোপাল দেব শর্মা, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন, উপজেলা আওয়াম লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদকা মো. ইয়াসিন আলী প্রমুখ।
Leave a Reply