বজ্রকথা ডেক্স।- ৩ সেপ্টেম্বর/২১ শুক্রবার দুপুরে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি চাঁদপুর সদর উপজেলার মহামায়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুটি ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের বলেছেন, ১২ সেপ্টেম্বর থেকেই প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারব। ডা. দীপু মনি বলেছেন, গত সপ্তাহে শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী চলমান ছুটি ১১ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়। তিনি দীর্ঘ ১৭ মাস শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কারণে শিশু-কিশোররা স্বাভাবিকভাবে বেড়ে ওঠার সুযোগ থেকে বঞ্চিত হওয়ার বিষয়টি স্বীকার করে বলেছেন, বিশেষজ্ঞদের মতে, আমরা যে সংক্রমণের হার কম রাখতে পেরেছি, তার অন্যতম কারণ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা। পাবলিক পরীক্ষাগুলোর বিষয়ে মন্ত্রী বলেছেন, নভেম্বরের মাঝে এসএসসি এবং ডিসেম্বরের শুরুতে এইচএসসি পরীক্ষার ঘোষণা আগেই দেওয়া হয়েছে। আশা করছি, সে অনুযায়ী বাস্তবায়ন সম্ভব হবে। শিক্ষামন্ত্রী সাংবাদিকদের আরো বলেছেন, আগের ঘোষণা অনুযায়ী পরীক্ষা হবে। অর্থাৎ, নভেম্বরের মাঝামাঝি এসএসসি এবং ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এদিকে বৃহস্পতিবার রাতে কভিড প্রতিরোধ জাতীয় কারিগরি পরামর্শক কমিটির বৈঠকেও স্বাস্থ্যবিধি কঠোরভাবে প্রতিপালনের মাধ্যমে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ক্রমে খুলে দেওয়ার পক্ষে মত দেওয়া হয়েছে।
Leave a Reply