মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৭:১৪ অপরাহ্ন

দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের পদ পেতে কেন্দ্রীয় নেতার হাতে ৪শ ৭০ জীবনবৃত্তান্ত

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
  • ২২২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর।- বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ দিনাজপুর জেলা শাখার নতুন কমিটি বাস্তবায়নে প্রথম ধাপ সম্পন্ন হয়েছে। কমিটিতে পদ-পদবী পেতে আগ্রহী নতুন ও পুরাতন নেতাকর্মীরা উদগ্রীব হয়ে আছে। এরই মধ্যে পদ পেতে আগ্রহী কর্মীরা তাদের জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন কেন্দ্রীয় নেতার হাতে।

শনিবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টা হতে রাত সাড়ে ৯টা পর্যন্ত দিনাজপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা স্বেচ্ছাসেবকলীগ কমিটিতে নাম লিখাতে ইচ্ছুক নেতা-কর্মীরা তাদের জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। আর জীবনবৃত্তান্তগুলো জমা নিয়েছেন দিনাজপুরের দায়িত্বপ্রাপ্ত নেতা ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের উপ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বরদা ভ‚ষণ লিটন।

স্বেচ্ছাসেবক লীগ নেতা রাইসুল ইসলামসহ দিনাজপুরের ১৩ উপজেলার মোট ৪৭০ জন নেতাকর্মী তাদের নিজ নিজ জীবনবৃত্তান্ত জমা দেন।

এসময় উপস্থিত ছিলেন শহর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রাকিবুল ইসলাম সবুজ, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিবসহ প্রত্যেক উপজেলার সভাপতি-সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com