মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১১:৩৫ অপরাহ্ন

পীরগঞ্জে মুক্তিযোদ্ধাদের মত‌বি‌নিময় সভা

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
  • ১৮৭ বার পঠিত

বড়দরগাহ্ ইউপি নির্বাচনে বীর মু‌ক্তি‌যোদ্ধা নুরুল হক‌কে নৌকা প্রতিক দেয়ার আহবান

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি |-  আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে রংপুরের পীরগঞ্জ উপজেলার বড়দরগাহ্ ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল হক মন্ডল কে পুনরায় নৌকা প্রতীক বরাদ্দ দেয়ার আহবান করেছেন উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ। ১৩ সেপ্টেম্বর/২১ খ্রি: সোমবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে এ বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জানা গেছে, বিগত ২০১৬ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে পীরগঞ্জের ১৫ টি ইউনিয়নে নৌকা প্রতীকে ১২ জন চেয়ারম্যান নির্বাচিত হন। বড়দরগাহ্ ইউপি চেয়ারম্যান মারা গেলে উপনির্বাচনে বীর মুক্তিযোদ্ধা নুরুল হক বড় দরগাহ ইউনিয়নে আওয়ালীগের মনোনয়নে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। আবারও তাকে আ’লীগের মনোনয়ন নৌকা প্রতীক প্রদানের জন্য উপজেলার মুক্তিযোদ্ধারা মতবিনিময় সভা করেছেন। অনুষ্ঠানে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা ফজলার রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, রংপুর জেলা সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান,সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আতিয়ার রহমান, বজ্রকথা সংবাদ পত্রের সম্পাদক ও প্রকাশক সুলতান আহমেদ সোনা,বীর মুক্তিযোদ্ধা শাহ আবু নাসের চৌধুরী দুলাল, মোখলেছুর রহমান, আফজাল হোসেন, তফিল উদ্দীন, টুকুরিয়া ইউপি চেয়ারম্যান আতোয়ার রহমান মন্ডল প্রমুখ। মুক্তিযোদ্ধাগণ বলেন, দলের শক্তি বিদ্রোহীদের হাতে চলে গেলে মুক্তিযোদ্ধাদের নিরাপত্তা থাকবে না। মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা ইউপি চেয়ারম্যান নুরুল হক বলেন, আমরা বঙ্গবন্ধুর ডাকে জীবন বাজী রেখে মুক্তিযুদ্ধ করেছি। মুক্তিযুদ্ধ থামে না, মুক্তিযুদ্ধ চলমান। তিনি আরও বলেন, আমাকে আবারও নৌকা প্রতীক দেয়া হলে আমি জীবনের শেষ সময় পর্যন্ত দেশের সেবা করে যেতে চাই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com