মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১১:৪৩ অপরাহ্ন

সংখ্যালঘুরা এদেশের কারো আশ্রিত বা পকেট সম্পত্তি নয় -গোপাল এমপি

রিপোটারের নাম
  • আপডেট সময় : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
  • ২০৬ বার পঠিত

ফজিবর রহমান বাবু ।- দিনাজপুরে সংস্কার কাজের জন্য তিন টি মন্দিরে ১ লাখ ২০ হাজার টাকা অনুদানের চেক হস্তান্তর করেছেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল।

২৪ সেপ্টেম্বর ২০২১ শুক্রবার দুপুরে হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্ট কর্তৃক বরাদ্দকৃত অনুদান শহরের মিশন রোডস্থ রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ স্বামী বিভাত্মানন্দজী মহারাজ, গুঞ্জাবাড়ী শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির ইসকন এর সভাপতি বিক্রমী রামদাস ও গুঞ্জাবাড়ী সার্বজনীন শ্রীশ্রী দুর্গা মন্দিরের সভাপতি স্বরবিন্দু সিংহ এর হাতে ৪০ হাজার টাকা করে চেক হস্তান্তর করেন এমপি গোপাল।

এসময় এমপি গোপাল বলেন, ধর্মীয়ভাবে সংখ্যালঘু স¤প্রদায় এদেশের কারো আশ্রিত বা পকেট সম্পত্তি নয়। সম অধিকার নিয়ে বসবাসের অধিকার সংবিধান দেশের প্রত্যেকটা নাগরিককে দিয়েছে। সংখ্যালঘুর কৃষ্টি ও সংস্কৃতিতে আঘাত করলে তা প্রতিরোধের ক্ষমতা অসংখ্য সংখ্যালঘুরা সংরক্ষণ করে।

চেক বিতরণকালে উপস্থিত ছিলেন দিনাজপুর রাজ দেবোত্তর এস্টেট এর এজেন্ট রনজিৎ সিংহ, দিনাজপুর মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী প্রকল্প পরিচালক মো. মশিউর রহমান, ফুলতলা শশ্মান কমিটির সাধারণ সম্পাদক গৌর চন্দ্র শীল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com