সোমবার, ২০ মে ২০২৪, ০৭:৪৮ পূর্বাহ্ন

রাজবাটীতে ইরমান-শহিদুল-রায়হান স্মৃতি ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ৩৪০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর।- দিনাজপুর শহরের রাজবাটীতে ইরমান-শহিদুল-রায়হান স্মৃতি ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। চ‚ড়ান্ত খেলায় বিরলের মঙ্গলপুর সোনার বাংলা যুব সংঘ ৪-০ গোলে দিনাজপুর শহরের গোলাপবাগ লেবুর মোড় নাইন স্টার দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

২ অক্টোরব শনিবার বিকেল ৪টায় রাজবাটী ঈদগাহ মাঠে ইয়ুথ ইন্টিলিজেন্স গ্রæপ আয়োজিত উক্ত ফুটবল প্রতিযোগিতায় চ‚ড়ান্ত খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শহর আওয়ামী লীগের সহ সভাপতি দেবাশীষ ভট্টাচার্য এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কোতয়ালী আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও শেখপুরা ইউপি চেয়ারম্যান মো. মমিনুল ইসলাম।

শহর যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক প্রদীপ ঘোষের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শহর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহির খান, উপদেষ্টা মিহির ঘোষ, শহর যুবলীগের সহ সভাপতি বেলাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী আখতারুজ্জামান পলাশ। রাজবাটী মহল্লা আওয়ামী লীগের সভাপতি মিনারুল ইসলাম মানিক ও শহর যুবলীগের শিক্ষা ও পাঠাগার সম্পাদক রাশেদুল ইসলাম জসিম এর সার্বিক সহযোগিতায় প্রতিযোগিতা সাফল্যমন্ডিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ্আয়োজক কমিটির মধ্যে সাব্বির ইসলাম, আশিক ইসলাম, কাওছার ইসলাম, সোহান ইসলাম, সবুজ ইসলাম প্রমুখ।

এর আগে প্রতিযোগিতার চুড়ান্ত খেলায় অংশগ্রহণকারী দুই দলের খেলোয়াড়দের সাথে পরিচিতি হোন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। ১ গোলে এগিয়ে গিয়ে প্রথমার্ধের খেলা শেষ করে সোনার বাংলা যুব সংঘ। দ্বিতীয়ার্ধে দাড়াতেই পারেনি শহরে গোলাপবাগ নাইন স্টার। আরও তিনটি গোল খেয়ে মোট ৪-০ গোলে হেরে রানার্স আপ হয় দলটি। চ্যাম্পিয়ন হয় বিরলের মঙ্গলপুরের সোনার বাংলা যুব সংঘ।

চ্যাম্পিয়ন হয়ে প্রধান অতিথির কাছ থেকে ১০ হাজার টাকা প্রাইজমানিসহ ট্রফি গ্রহণ করে সোনার বাংলা যুব সংঘের খেলোয়াড়রাসহ মঙ্গলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রাশেদ আলী। এছাড়াও ৫ হাজার টাকা প্রাইজমানিসহ রানার আপ ট্রফি গ্রহণ করে গোলাপবাগের নাইনস্টার দলের খেলোয়াড়েরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com