আশরাফুল রাঙ্গা।- ‘হাটতে থাকুন, সুস্থ থাকুন’ স্লোগান কে সামনে রেখে আজ ০১ ডিসেম্বর ২০২১ খ্রী: তারিখ বুধবার পীরগঞ্জ কসিমন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়য়ের প্রাক্তন শিক্ষক মরহুম আব্দুর রাজ্জাক মাস্টার স্মরণে রান পীরগঞ্জ রান”- শিরোনামে এক ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতাটির পৃষ্ঠপোষকতায় ছিলেন মরহুম আব্দুর রাজ্জাক মাস্টারের বড় ছেলে, আমেরিকা প্রবাসী জনাব হাসান রেজা লিখন। তার সার্বিক সহযোগীতায় ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করে হন্টন গ্রুপ ও ৮৫ গ্রুপ, পীরগঞ্জ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মরহুম আব্দুর রাজ্জাক মাস্টারের বড় ছেলে, আমেরিকা প্রবাসী জনাব হাসান রেজা লিখন, হন্টন গ্রুপের প্রতিষ্ঠাতা মোমিনুল হক দোয়েল, জাহাঙ্গীরাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব রেজাউল কবির প্রধান, ১১ নং পাঁচগাছী ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান মোঃবাবলু মিয়াসহ এলাকার গণ্য-মান্য ব্যক্তিবর্গ।রেজিস্ট্রেশনকৃত প্রায় ২৫০ জন বিভিন্ন বয়সের তরুণ, যুবক পূরুষ প্রতিযোগি উক্ত প্রতিযোগিতায় অংশ গস্খহণ করেন। সকাল ১০ টায় সকল প্রতিযোগিকে সাদা জার্সি বিতরণ করা হয়। সকাল সাড়ে ১১ টায় জাহাঙ্গীরাবাদ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় কসিন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয় পর্যন্ত প্রায় ১২.০০ কিলোমিটার পথ অতিক্রম করতে হয় অংশ গ্রহণকারীদের। প্রায় ২ ঘণ্টা পর বেলা ১.০০ টার দিকে ম্যারাথনটি পীরগঞ্জ কসিমন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়য়ে এসে শেষ হয়। প্রতিযোগিতায় প্রথম স্থার অধিকার করেন পৗরসভার ০৩ নংওয়ার্ডেও নিয়ামতপুরগ্রামের কলেজ পড়াছাত্র রাকিব হাসান।পুরস্কার প্রদান করেন পীরগঞ্জ পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম ও উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন রাজা।
এ সময় এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, আমেরিকা প্রবাসী হাসান রেজা লিখন, খালাশপীর বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোমিনুল ইসলাম, উপজেলা বাশিস এরসভাপতি প্রধান শিক্ষক অনোয়ারুল ইসলাম মান্নু, প্রধান শিক্ষক রেজাউল কবির প্রধান, হন্টনগ্রুপের প্রতিষ্ঠাতা মোমিনুলহক দোয়েল প্রমুখ। বক্তাগণ বলেন, আমরা সুস্থ থাকতেচাই। সুস্থ অবস্থায় হাঁটতে চাই। পাশাপাশি আমরা কোন মাদকসেবী ছেলে দেখতে চাইনা। সেই সাথে তরুণ প্রতিযোগিদেরকে দেশের জন্য উন্নয়ন মুলককর্মকান্ড পরিচালনার জন্য আহ্বান করা হয়।অনুষ্ঠানের স্পনসর করেছে এন.সি.আর.জে.এল.এল.সি, হাসান রেজা, জামদানী হাউস (ইউএসএ) এবং নাহিদ শাওন।প্রতি বছরই মরহুম আব্দুর রাজ্জাক মাষ্টার স্মরণে ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করা হবে বলে প্রবাসী হাসান রেজা লিখন ঘোষণা দেন।
Leave a Reply