শনিবার, ১০ মে ২০২৫, ০৪:৫৩ অপরাহ্ন

সাপাহারে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তার সাংবাদিকদের সাথে মতবিনিময়

রিপোটারের নাম
  • আপডেট সময় : বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৩২ বার পঠিত

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি।- নওগাঁর সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও সেকাল ও একালের উন্নয়ন মূলক কর্মকান্ড নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে হাসপাতালের পূর্বের অবস্থা এবং বর্তমানে উন্নয়নের পেক্ষাপট তুলে ধরে বক্তব্য প্রদান করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাম্মদ রুহুল আমিন।

তিনি বলেন, “হাসপাতালের চিকিৎসা সেবার মান পূর্বের তুলনায় অনেক বৃদ্ধি হয়েছে। যার ফলস্বরূপ স্বাস্থ্য কমপ্লেক্স র‌্যাংকিংয়ে আমাদের এই হাসপাতাল বাংলাদেশের ৬ষ্ঠ তম স্থান অধিকার করেছে। হাসপাতালে কর্মরত প্রত্যেক কর্মকর্তা কর্মচারীর আন্তরিকতায় স্বাভাবিক বাচ্চা প্রসবের সংখ্যা বেড়েছে। হাসপাতাল অভ্যান্তরে পরিত্যক্ত জায়গাগুলো পরিস্কার-পরিচ্ছন্ন করে ফুল বাগান,বনজ ও ঔষধী গাছ লাগিয়ে প্রাকৃতিক পরিবেশ ফিরিয়ে আনা হয়েছে। আমরা পূর্বের তুলনায় বর্তমানে আউটডোর হতে সরকারকে অনেক বেশি রাজস্ব দিতে সক্ষম হয়েছি।”

এসময় উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোর্শেদ মঞ্জুর কবির লিটন, মেডিকেল অফিসার ডাঃ আরিফুজ্জামান। এসময় উপজেলায় কর্মরত সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের অবগত করণের লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com