ছাদেকুল ইসলাম রুবেল।- গাইবান্ধায় পারিবারিক কলহের জেরে সেচ নালা (ইরিগেশন ক্যানেল) না দেওয়ায় ইরি-বোরো চাষের প্রায় এক একর জমি অনাবাদি হয়ে পড়ে আছে। কয়েক দফায় স্থানীয়দের সহায়তাও মেলেনি কোনও সমাধান। বোরো মওসুমে ধান রোপণ করতে না পেরে হতাশায় জেলার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের কৃষক জাকিরুল ইসলাম, শহিদুল ইসলাম ও কৃষক তারা মিয়া।
তাদের অভিযোগ, শুধু পারিবারিক কলহের জেরে সেচের জন্য তাদের জমি দিয়ে নালা (ড্রেন) না দেওয়ায় চাষাবাদ করতে পারছেন না তারা।
সরেজমিনে উপজেলার মনোহরপুর ইউনিয়নের খামার জামিরা গ্রামে গিয়ে দেখা যায়, চলতি মওসুমে ওই এলাকার আবাদি সব জমিতে লাগানো হয়েছে রোরো ধান। ওই সব জমিতে কেউ সেচ দিচ্ছেন, কেউ আগাছা দমন করছেন, কেউ বা সার ব্যবহার করছেন। তবে, দো ফসলি হওয়া সত্বেও জমিতে কিছুই করতে পারছেন না ওই গ্রামের আব্দুল ওয়ারেস মিয়ার ছেলে জাকিরুল, শহিদুল ও জাকিরুলের শ্বশুর তারা মিয়া। ধান রোপণ করা জমিগুলো পাশেই তাদের প্রায় তিন বিঘা খাঁ খাঁ পাঁচটি জমি অনাবাদি পড়ে আছে। বিষয়টি দেখা দরকার । এদিকে সেচ পাম্প মালিক শাহ আলমের ছেলে মাহাবুর রহমান বলেন, ‘পড়ে থাকা জমির মালিকরা আমাদের থেকে পানি চেয়েছিল। কিন্তু যাদের জমিতে ড্রেন না থাকার কারণে পানি দেওয়া যায়নি। তারা ড্রেনের ব্যবস্থা করতে পারলে আমার পানি দিতে সমস্যা নাই’।
Leave a Reply