মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৩:৫৬ পূর্বাহ্ন

যখনই দেশে উন্নয়ন হয় তখনই ষড়যন্ত্র শুরু হয় -মনোরঞ্জন শীল গোপাল এমপি

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২
  • ২৪৬ বার পঠিত

ফজিবর রহমান বাবু।- দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া উপমহাদেশের অন্যতম প্রাচীনতম দল বাংলাদেশ আওয়ামী লীগ। আওয়ামী লীগ কখনো চোরাপথ বা অন্ধকার পথ দিয়ে ক্ষমতায় আসেনি। আওয়ামী লীগ জনগণের দল। জনগণকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ রাজনীতি করে যাচ্ছে। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে তৃণমূলে আওয়ামী লীগকে আরো শক্তিশালী করতে জেলা-উপজেলায় সম্মেলন করা হচ্ছে। তিনি বলেন, সারা বিশ্ব উন্নয়ন দেখলেও দেশের একটি শ্রেণি তা দেখে না, তারা অন্ধ। বাংলাদেশের উন্নয়ন দেখে অনেকের সহ্য হচ্ছে না। যখনই দেশে উন্নয়ন হয়, তখনই ষড়যন্ত্র শুরু হয়। তাই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আর শেখ হাসিনার ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকতে হবে।

মঙ্গলবার (২২ মার্চ ২০২২) বিকেলে বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে বীরগঞ্জ পৌর আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বীরগঞ্জ পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. সেলিম জাহাঙ্গীর এর সভাপতিত্বে বর্ধিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মো. নুর ইসলাম নুর, যুগ্ম সাধারন সম্পাদক মো. শামিম ফিরোজ আলম প্রমূখ। বর্ধিত সভার পরিচালনা করেন বীরগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রভাষক মো. রফিকুল ইসলাম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com