নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর: পবিত্র মাহে রমজান উপলক্ষে দিনাজপুর শহরের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৩ এপ্রিল শনিবার দিনাজপুর সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শহর আওয়ামী লীগের অন্তর্গত ৫নং ওয়ার্ড শাখা কমিটির আয়োজনে উক্ত দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. ইদ্রিস আলী এর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবির সোহাগ, সাধারণ সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজু, সাংগঠনিক সম্পাদক এ্যাড শামিম আলম সরকার বাবু, এনাম উল্লাহ জ্যামী, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. মাসুদ রানা।
এছাড়াও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ আলী দানি এর পরিচালনায় আরও বক্তব্য রাখেন শহর আওয়ামী লীগের সহ সভাপতি আশিষ কুমার ব্যানাজী বাপি, নির্বাহি সদস্য সুলতান শেফাউদ্দিন সাফু, জাকির উদ্দিন রেমো, ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ, মহল্লা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তব্যশেষে ইফতারের পূর্বে বিশেষ মোনাজাতে অংশ নেন উপস্থিত শহর, ওয়ার্ড, মহল্লা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।
Leave a Reply