রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৪:৪৫ অপরাহ্ন

নবাবগঞ্জে বোরো কাটা শুরু: শ্রমিক সংকটে মেশিনে আগ্রহ বাড়ছে

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১০ মে, ২০২২
  • ২৬০ বার পঠিত

নবাবগঞ্জ(দিনাজপুর) থেকে সৈয়দ হারুনুর রশীদ।- দিনাজপুরের নবাবগঞ্জে চলতি মৌসুমের বোরো ধান কাটা শুরু হয়েছে। বোরো ধান ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছে কিষাণ কিষাণী সহ শ্রমিকেরা। তবে শ্রমিক সংকটে কম্বাইন্ড হারবেস্টার মেশিনে ধান কাটতে আগ্রহ বেড়েছে কিষাণদের। ইতিমধ্যে মাঠে কিষাণের নিকট পরিচিত মিনিকেট ও ২৮ জাতের ধান তারা কাটতে শুরু করেছে। পাকা ধানের মাঠে মাঠে শ্রমিকেরা দল বেধে ধান কাটছে। শ্রমিকেরা জানায় এবারে তারা বিঘা প্রতি(৩৩ শতাংশ) ধান কাটতে ৫ থেকে ৬ হাজার টাকা মজুরী নিচ্ছে। কিষাণেরা জানায় প্রতি বিঘা জমিতে এবারে ২২ থেকে ২৪ মন করে ধানের ফলন পাচ্ছে। বাজারে সেই ধান বর্তমানে ৯০০ টাকারও বেশি মন দরে কেনা বেচা হচ্ছে। কিষাণেরা জানায় শ্রমিক সংকটের কারনে মেশিনে ধান কাটতে তারা আগ্রহী। মেশিনে ধান কাটতে বিঘাপ্রতি ২৫০০ থেকে ৩ হাজার টাকা মজুরী দিতে হচ্ছে।এতে যেমন মজুরী কম দিতে হচ্ছে তেমনি সময়ও কম লাগছে। ২০-২৫ মিনিটে এক বিঘা জমির ধান কাটা মাড়াই হয়ে যাচ্ছে। এদিকে কিষাণীরা খাবার চাল তৈরী করার জন্য ধান সিদ্ধ শুকানোর কাজে বেশ ব্যস্ত সময় অতিবাহিত করছে। উপজেলা কৃষি দপ্তরের হিসাব মতে চলতি মৌসুমে উপজেলায় ১৭ হাজার ৮৪৫ হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে। এর মধ্যে হাইব্রীড জাত ৫ হাজার ৮৪০ হেক্টর এবং উফশী জাত রয়েছে ১২ হাজার ৫ হেক্টর জমি। উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭৭ হাজার ৪৮৬ মেঃ টন চাল। এরমধ্যে হাইব্রীড ২৯ হাজার ১১৭ মেঃটন ও উফশী ৪৮ হাজার ৩১৫ মেঃ টন চাল রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com