বজ্রকথা প্রতিনিধি।- ২৮ মে/২২ খ্রিঃ শনিবার বেলা ১১ঘটিকার সময় পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলে নিরাপদ মাতৃত্ব দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষ্যে এদিন র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।এবার নিরাপদ মাতৃত্ব দিবস এর প্রতিপাদ্য বিষয় ছিল “ মা ও শিশুর জীবন বাঁচাতে, স্বাস্থ্য কেন্দ্রে হবে যেতে” ।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজিত ও পীরগঞ্জ এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগীতায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুনিয়ার কনসালটেন্ট (মেডিসিন) ডাঃ শফিউজ্জান, বক্তব্য রাখেন পীরগঞ্জ এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর কর্মকর্তা জনাব ডানিয়েল সরকার, বজ্রকথা সংবাদপত্রের সম্পাদক ও প্রকাশক কবি সুলতান আহমেদ সোনা, এস এম সি’র ম্যানেজার মাহবুবুর রহমান, । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মেডিকেল অফিসার ডাঃ মসফিকুল রহমান । অনুষ্ঠানে নার্স, ধাত্রি মাতা, গৃহবধুসহ প্রায় ৫০জন মা- উপস্থিত ছিলেন।
Leave a Reply