রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:১৯ অপরাহ্ন

টিকার কার্যক্রম চলবে ১০ জুন পর্যন্ত রংপুরে সাড়ে ৬ লাখ মানুষ পাবে করোনার বুস্টার ডোজ 

হারুন উর রশিদ সোহেল
  • আপডেট সময় : বুধবার, ৮ জুন, ২০২২
  • ২৫২ বার পঠিত

রংপুর প্রতিনিধি।- রংপুর মহানগরীসহ জেলার সাড়ে ৬ লাখ মানুষকে করোনার বুস্টার ডোজ প্রদানের লক্ষ্যে সপ্তাহব্যাপী টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকাল থেকে রংপুর সিটি কর্পোরেশন, মেডিকেল কলেজ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ইউনিয়ন পর্যায়ে টিকা প্রদান করছে স্বাস্থ্য বিভাগের প্রশিক্ষিত কর্মীরা।

জেলায় সিটি কর্পোরেশনসহ ৮ উপজেলা ও ৭৬টি ইউনিয়নের ১৭৩টি কেন্দ্রে সপ্তাহব্যাপী (৪ হতে ১০ জুন) টিকা প্রদান করা হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর জেলা সিভিল সার্জন ডা. শামীম আহমেদ। তিনি বলেন, টিকা প্রদানের জন্য আমাদের প্রশিক্ষিত স্বাস্থ্য কর্মী কাজ করছে। সাধারণ মানুষ যেন নির্বিঘেœ টিকা কেন্দ্রে এসে বুস্টার ডোজ নিতে পারে সেজন্য প্রচার-প্রচারণাসহ নানা পদক্ষেপ নেয়া হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com