এস এ মন্ডল।- পীরগঞ্জ উপজেলার চতরা ইউনিয়নের টোংরার দহ ঘাট এলাকা থেকে অবৈধভাবে বালি উত্তোলন করা হচ্ছে। শুধু তাই নয়, এখানে করতোয়া নদী থেকে তোলা পাউবো’র মজুদকৃত বালিও একটি সংঘবদ্ধ দল দিনে রাতে ট্রাকে করে নিয়ে যাচ্ছে। এতে সরকার মোটা রাজস্ব হারাচ্ছে কিন্তু স্থানীয় প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছে না। অভিযোগ রয়েছে স্থানীয় ৮ রাজনীতিকের কারসাজিতে অবৈধ বালির কারবার চলছে। বালির কারবারিরা এতোটাই শক্তিশালী যে, শুধু নদী নয় ব্যক্তিগত জমিতে মেশিন বসিয়ে ভয়ভীতি দেখিয়ে বালি উত্তোলন করছে। স্থানীয়দের অভিযোগ, ইউপি চেয়ারম্যান এনামুল হক শাহীন-এর সহযোগিতায় এই বালির বাণিজ্য করার সুযোগ পেয়েছে ক্ষমতাসীন দলের নেতা কর্মীরা। বিষয়টি দেখা দরকার।
Leave a Reply