ভারত সরকারের আমন্ত্রণে ৪ দিনের ভারত সফরে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার প্রধানমন্ত্রী ভারত সফরে গেলে তাঁকে উষ্ন অভ্যার্থনা জানান হয়।এদিন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শংকর।পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজাম উদ্দীন আওলিয়ার মাজার পরিদর্শন করেন।
এদিকে আজ মঙ্গলবার সকাল ৯টায় (বাংলাদেশ সময় সাড়ে নয়টায়) মোদিসহ তার মন্ত্রী সভার সদস্যরা রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে রাষ্ট্রীয় রীতিতে শেখ হাসিনাকে স্বাগত জানান। এসময় তাঁকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।এর আগে প্রধানমন্ত্রীকে বর্ণাঢ্য মোটর শোভাযাত্রার মাধ্যমে রাষ্ট্রপতি ভবনের সামনে নিয়ে যাওয়া হয়।এরপর তাঁর সম্মানে গান স্যালুট দেওয়া হয়। প্রথমে বেজেছে বাংলাদেশের জাতীয় সঙ্গীত, এরপর ভারতের।
প্রধানমন্ত্রী গার্ড অব অনারও পরিদর্শন করেন। পরবর্তী কর্মসূচি হিসেবে প্রধানমন্ত্রী রাজঘাটে যাচ্ছেন। সেখানে তিনি গান্ধীর সমাধি সৌধে মহাত্না গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাবেন। সেখান থেকে ফিরে হায়দারাবাদ হাউজে বৈঠককে বসবেন দুই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও শেখ হাসিনা।
Leave a Reply