শনিবার, ১৮ মে ২০২৪, ০১:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :

রংপুরে বিভাগীয় কৃষকদলের সভা

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
  • ১৭০ বার পঠিত

রংপুর  প্রতিনিধি।-  আগামী ২৯ অক্টোবর বিএনপি কেন্দ্রীয় ঘোষিত রংপুর বিভাগীয় গণ-সমাবেশ সফল করার লক্ষ্যে গতকাল শনিবার রংপুর নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ বিএনপি কার্যালয়ে রংপুর বিভাগীয় কৃষক দলের এক মতবিনিয়ম সভা অনুষ্ঠিত হয়।
কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগনিক সম্পাদক (রংপুর বিভাগ) ও রংপুর মহানগর কৃষক দলে আহবাক শাহ্ নেওয়াজ লাবুু সভাপতিত্বে অনুষ্ঠিত সভার শুরুতে কোরআন তেলওয়াত ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপিসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী চলমান আন্দোলনে আত্মাহুতি দিয়েছে শহীদ হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালদা জিয়ার আশু রোগ মুক্তি এবং কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারন সম্পাদক ও গাইবান্ধা জেলার সভাপতি মোঃ ইলিয়াস হোসেন এবং রাজনৈতিক জেলা সৈয়দপুরের সভাপতি মোঃ মাজাহারুল ইসলাম বসুনিয়া মিজু অসুস্থ থাকায় তাদের জন্য দোয়া করা হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষক দল কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) মোঃ আনোয়ারুর হক। শুভেচ্ছা বক্তব্য রাখেন কেন্দ্রীয় জলবায়ু বিষয়ক সম্পাদক আলহাজ্ব লায়ন মোঃ সিরাজুল ইসলাম বিদ্যুৎ, বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ০১ নং সদস্য মোঃ মঞ্জুরুল ইসলাম মঞ্জু, মাহমুদুল হাসান, মোঃ শাহিন খাঁন ও কৃষিবিদ পারভিন আক্তার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) ও রংপুর জেলার আহবায়ক মোঃ আনোয়ার শাহাদত।
এসময় পঞ্চগড় জেলার আহবায়ক মোঃ আব্দুর রাজ্জাক, সদস্য সচিব শাহজাহান আলম সিরাজ (কাউন্সিলর), ঠাকুরগাঁও জেলার সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান উজ্জল, দিনাজপুর জেলার সভাপতি আফতাব উদ্দিন আহমেদ মন্ডল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান সরকার, রাজনৈতিক জেলা সৈয়দপুরের সাধারন সম্পাদক সাজেদুর জামান সরকার দিনার, নীলফামারী জেলার আহবায়ক মাছুদুল রহমান দুলাল, সদস্য সচিব ওলিউর রহমান হেলাল, কুড়িগ্রাম জেলার আহবায়ক খলিলুলর রহমান খলিল, সদস্য সচিব রিপন রহমান, লালমনিরহাটের সভাপতি নুরুন্নবী মোস্তফা, সাধারন সম্পাদক এনামুল হক মাষ্টার, গাইবান্ধা জেলার সিঃ সহ-সভাপতি আব্দুল হাই, সাধারন সম্পাদক মোস্তাক আহমেদ, রংপুর জেলার সদস্য সচিব দিল মেরাজুল ইসলাম দুলু ও রংপুর মহানগরের সদস্য সচিব ফিরোজ রহমান পিন্টু তাদের সাংগঠনিক অবস্থা তুলে ধরেন এবং রংপুর বিভাগীয় ২৯ তারিখের গণ সমাবেশকে সফল করার লক্ষ্যে নিজ নিজ জেলার অবস্থান তুলে ধরেন। এসময় কৃষক দল রংপুর মহানগর ও জেলা ছাড়াও বিভাগের বিভিন্ন জেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com