হারুন উর রশিদ সোহেল, রংপুর।- জাতীয় পার্টির মনোনীত মেয়র প্রার্থীমোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, গত পাঁচ বছরঅভাবনীয় উন্নয়ন হয়েছে। আমার আগে একজন সরকারদলীয় মেয়র (সরফুদ্দিন আহমেদ ঝন্টু) ছিলেন। উনার সময়ে রংপুর সিটির উন্নয়নে কাজ হয়েছিল ২৭০কোটি টাকার। আর গত পাঁচ বছরে সাড়ে ১২০০কোটি টাকার উন্নয়নমূলক কাজ হয়েছে। আমি কাজ পাগল মানুষ, সিটির উন্নয়নমূলক কাজ নিজেথেকে তদারকি করার জন্য ভোর থেকে সকাল, দুপুর এমনকিসন্ধ্যা পর্যন্ত, আবার কখনো কখনো রাত পর্যন্তবিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে ছুটে বেড়িয়েছি। এটাঅন্য কোনো মেয়র কখনো করেছে কি না জানি না। এখনমূল্যায়ন করার দায়িত্ব জনগণের। তবে আমি শতভাগআশাবাদি জনগণ আমাকেই বিজয়ী করবে। পরেসাংবাদিকদের এসব কথা বলেন সাবেক মেয়র ও জাতীয়পার্টির প্রার্থী।এর আগে রোববার বেলা ১১টার দিকে দলীয়নেতাকর্মীদের সঙ্গে গণসংযোগে বের হন জাতীয়পার্টি মনোনীত মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমানমোস্তফা। নগরীর হাজিরহাট, মুচির মোড়, চেয়ারম্যানেরমোড়, মনোহর বাজার, সুকানচৌকি বাজার, হাসনাবাজার ও কেল্লাবন্দ কাচারি এলাকায় লাঙ্গল প্রতীকে ভোটচেয়ে গণসংযোগ করেন। পরে বিকেলে নগরীর মাহিগঞ্জ,নগর মীরগঞ্জ বাজার, সাহেবগঞ্জ ও আরসিসিআই স্কুলমোড়ে পথসভা করেন। এসময় জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ওমহানগর সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, সিনিয়রসহ-সভাপতি লোকমান হোসেন, জেলা কমিটির আহ্বায়ক হাজী আব্দুর রাজ্জাক সহ মহানগর ও জেলাজাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply