ছাদেকুল ইসলাম রুবেল।- দেশ স্বাধীন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর উন্নয়নের প্লাটফর্ম তৈরি করেছে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ। সেই প্লাটফর্মের ভিত্তিতেই আজকে দেশে উন্নয়ন হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি।শনিবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়ন জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বর্তমান আওয়ামী লীগ সরকার সুশাসন দিতে ব্যার্থ হয়েছে। দেশে সুশাসন ফিরিয়ে আনতে হবে। আর সুশাসন ফিরিয়ে আনতে জাতীয় পার্টির কোনো বিকল্প নেই।
এমপি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেন, আমার নেতা পল্লীবন্ধু এরশাদ এ দেশকে ভালোবাসতেন। দেশের মানুষকে ভালোবাসতেন। দেশের মাটিকে ভালোবাসতেন, আপনাদের ভালোবাসতেন। দেশের স্বার্থে তিনি কখনও কোনো কম্প্রোমাইজ করেননি। বীর সৈনিকের মতো, বীর যোদ্ধার মতো তিনি দেশের সেবা করে গিয়েছেন। তার আট বছরের শাসনামলে বাংলাদেশের ইঞ্চি জায়গা কোনো দেশ নিতে পারে নাই। তার আমলে বর্ডার ক্লিনিং হয় নাই। কোনো রোহিঙ্গার ঘটনা ঘটে নাই। মসজিদ, মন্দিরের বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানির বিল তিনিই বাতিল করেছিলেন। তিনি দেশের ক্ষমতা বিকেন্দ্রীকরণ করেছেন। এক কলমের খোঁচায় ১৩ জেলা থেকে ৬৪ জেলা করেছেন। উপজেলা পরিষদ তৈরি করেছেন। এরশাদ স্যার দেশে সুশাসন দিতে পেরেছিলেন। তার সময়ে দেশের মানুষ সুখে ছিল।
এ সম্মেলনের উদ্বোধন করেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব সরোয়ার হোসেন শাহিন।
Leave a Reply