পীরগঞ্জ(রংপুর) থেকে বজ্রকথা প্রতিনিধি।- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে নেতাকর্মীদেরকে উজ্জীবিত করতে এবং অসহায় মানুষের পাশে তারেকর হমানের বার্তা পৌঁছে দিতে ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রংপুর জেলা বিএনপির নির্দেশে পীরগঞ্জ উপজেলার বেশকিছু ইউনিয়নে ইফতার মাহফিলের আয়োজন করে।
উক্ত ইফতার মাহফিল গুলোতে সভাপতিত্ব করেন রংপুর জেলা বিএনপির সদস্য ও পীরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মাহমুদ-উন-নবী চৌধুরী পলাশ। প্রত্যেকটি ইউনিয়নের ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম।
প্রধান অতিথি ইফতার সন্মেলনে বলেছেন, দেশের মানুষআজ দিশেহারা। দ্রব্যমূল্যের ঊর্ধ্ব গতি পবিত্র মাহের মজান মাসে অনেকেই মুখে খেজুর দিয়ে ইফতার করতে পারছেনা। মানুষের ভোটেরঅধিকার কেড়ে নিয়েছে বর্তমান সরকার। তিনি সকল নেতাকর্মীর উদ্দেশ্যে আরো বলেছেন, আগামীতে আন্দোলনের ডাক দেয়া হবে, আপনারা সকলেই প্রস্তুত থাকবেন।
জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিয়েই আমরা ঘওর ফিরবো ইনশাল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক জাকির হোসেন, যুগ্ম আহবায়ক, মোস্তাফিজার রহমান সেলিম, শাহিনুজ্জামান শাহিন, রফিকুল ইসলাম সাজু, নুরুল ইসলাম, খায়রুল ইসলাম বাবলু, ও শরিফুল ইসলাম, প্রভাষক রায়হান কবির প্রধান। পৌর বিএনপির আহ্বায়ক সাইফুল আজাদ, সদস্য সচিবএম এইচ আর ইয়াতিমুল হাসান লিটন, যুগ্মআহবায়ক আঃসালাম মিয়া, বক্কও মাষ্টার,দুদুমন্ডল, মামুনুর রশিদ মামুন,আঃকরিম সরকার। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান আনিছ, সদস্য সচিব আব্দুস ছালাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনোয়ার হোসেন মনু, সদস্য সচিব আনোয়ার হোসেন রতন, ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজার রহমান মিলু সরকারসহ উপজেলা ও পৌরবি এনপির সকল সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply