রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৭:০১ পূর্বাহ্ন

আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে রংপুরে সংবর্ধনা প্রদান

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ৭৮৫ বার পঠিত

রংপুর থেকে বজ্রকথা প্রতিনিধি।- ‘‘আমরা চলি নৃত্যের ছন্দে, সম্প্রীতির আনন্দে” এই স্লোগানকে সামনে রেখে রংপুরে পালিত হল আন্তর্জাতিক নৃত্য দিবস। এ উপলক্ষে বাংলাদেশ নৃত্যুশিল্পী সংস্থা, রংপুর জেলা শাখার উদ্যোগে শনিবার রাতে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা, সংবর্ধনা ও নৃত্যানুষ্ঠান পরিবেশিত হয়।
বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার জেলা শাখার সহ-সভাপতি শামিমা জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নিলুফা সুলতানা।
প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সাধারণ সম্পাদক অধ্যাপক আজিজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রংপুর নাট্যকেন্দ্রের সভাপতি মাহবুবুল আলম খান, তিস্তা বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান আশরাফুল আল-আমিন, জেলা কালচারাল অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মীন আরা পারভীন।
অনুষ্ঠানে প্রবীণ নৃত্যশিল্পী সোমা চক্রবর্তী ও নবীন নৃত্যশিল্পী সাথী রাণী সরকারকে সংবর্ধনা এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী সারা তাসনুভা আরমান ঐশ্বর্যের মা জোহরা সেতারা খানম ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী জাইমা জাহিনের মা শাহনাজ বেগম লাভলীকে সংবর্ধনা প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com