সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০১:৪৩ পূর্বাহ্ন

বিজেপি এর  রংপুর বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ২৮৩ বার পঠিত

প্রেস বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি রংপুর বিভাগের দলীয় নেতাকর্মীদের এক মতবিনিময় সভা গতকাল বুধবার সকালে রংপুর শহরের একটি হোটেলে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রংপুর বিভাগের সম্বনয়কারি ও মহানগর কমিটির সভাপতি আমজাদ হোসেন দেওয়ানী। বক্তব্য রাখেন, বিজেপি কেন্দ্রীয় কমিটির সদস্য মুহাম্মদ জাকারিয়া হোসেন, কেন্দ্রীয় মহিলা নেত্রী ঝর্ণা সরকার, কেন্দ্রীয় নেতা আশরাফুল আলম, কুড়িগ্রাম জেলার সাধারণ সম্পাদক মো: মশিয়ার রহমান মশি, রংপুর জেলার আহবায়ক মিয়া মোহাম্মদ হারুন, মহানগরের সদস্য সচিব ফাইজুল হক, নীলফামারী জেলার সভাপতি এনায়েতুল হক, পঞ্চগড় জেলার আহবায়ক নুরুল মিয়া, গাইবান্ধা জেলার সভাপতি মিলান মো: আনোয়ার, দিনাজপুর জেলা (দক্ষিন) সভাপতি মুহাম্মদ ইলিয়াস, লালমনিরহাট জেলার সাধারণ সম্পাদক নুর হোসেন টুলু, যুব সংহতি বিভাগীয় কমিটির প্রধান সমন্বয়ক মশিউর রহমান, ছাত্র সমাজের রংপুর জেলার সভাপতি দুলাল হোসেন, সাধারণ সম্পাদক নুরুল হুদা স্বপন, শ্রমিক পার্টির কেন্দ্রীয় নেতা লুৎফর রহমান, বিজেপি নেতা আতিকুর রহমান, সাজু মিয়া, আতিয়ার রহমান, মিলন খন্দকার প্রমুখ।
এসময় রংপুর বিভাগের আট জেলা সহ বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও আমন্ত্রীত অতিথি হিসাবে বিএনপি সহ সমমাননা জোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা, দেশ বাঁচাতে জাতীয় ঐক্যের বিকল্প নেই বলে মন্তব্য করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সমুন্নত রাখতে হলে সবাইকে এখনই ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচার আওয়ামী সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহব্বান জানান। দেশের ও জনগণের সঙ্কট সমাধানের জন্য বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি চেয়ারম্যান জননেতা ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের হাতকে শক্তিশালী করতে আহ্বান জানান। আগামীতে রংপুর বিভাগে বিজেপি (গরুর গাড়ি মার্কা) কার্যক্রম গতিশীল করতে সকলে ঐক্যবদ্ধভাবে নিষ্ঠার সাথে করবেন বলে অঙ্গীকার করেন।
সভায় বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি’র প্রতিষ্ঠাতা সাবেক মন্ত্রী প্রয়াত নাজিউর রহমান মঞ্জুর রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com