বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ১০:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
পীরগঞ্জে  দুই মাদক কারবারীকে আটক করেছে পুলিশ পীরগঞ্জের ধর্মদাসপুরে বাড়িতে হামলা মার ডাং এর ঘটনা থানায় অভিযোগ দায়ের নবাবগঞ্জে আওয়ামী লীগ আয়োজিত কর্মী সমাবেশ অনুষ্ঠিত  দিনাজপুরে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন দিনাজপুরে আইইবি’র ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে অগ্নিকান্ডের দায়ভার বনবিভাগকেই নিতে হবে- সংবাদ সম্মেলনে বক্তারা রংপুরে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ক একীভূতের সিদ্ধান্ত বাতিলের দাবীতে মানববন্ধন পীরগঞ্জে নির্বাচনী প্রচার-প্রচারণা তুঙ্গে মুখ খুলছেনা ভোটার শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে- মনোরঞ্জন শীল গোপাল দিনাজপুরে ক্যানেল পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রমের উদ্বোধন

আনোয়ারুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট রাজশাহী ২-০ গোলে দিনাজপুরকে হারালো

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩
  • ১২৫ বার পঠিত

দিনাজপুর থেকে বজ্রকথা প্রতিনিধি।- জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এর প্রধান পৃষ্ঠপোষকতায় আনোয়ারুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ৬ষ্ঠদিনের খেলায় রাজশাহীর কিশোর ফুটবল একাডেমী ২-০ গোলে হারালো দিনাজপুরের শের-এ-বাংলা ক্লাবকে।

৫ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে দিনাজপুর স্টেডিয়ামে বালুবাড়ি একাদশ আয়োজিত ও দিনাজপুর চেম্বার অব কমার্সের সহযোগিতায় আনোয়ারুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ৬ষ্ঠদিনের খেলা অনুষ্ঠিত হয়। খেলায় অংশ নেয় রাজশাহীর কিশোর ফুটবল একাডেমী ও দিনাজপুরের শের-এ-বাংলা ক্লাব। খেলার প্রথমার্ধের ১০ মিনিটের মাথায় রাজশাহীর কিশোর ফুটবল একাডেমীর খেলোয়াড় রোকন ইসলাম ১টি গোল করে দলকে এগিয়ে নেয়। প্রথমার্ধে একটি গোল হজম করলেও দিনাজপুরের শের এ বাংলা ক্লাব কোন গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধের শেষ ২ মিনিটে আরও একটি গোল করে রাজশাহীর আরেক খেলোয়াড় ছোটন দলের জয় নিশ্চিত করেন। শেষ পর্যন্ত দুই গোলে হেরে মাঠ থেকে বিদায় নেয় দিনাজপুরের শের-এ-বাংলা ক্লাবটি।

খেলাশেষে ম্যান অব ম্যাচ নির্বাচিত হন বিজয়ী রাজশাহীর কিশোর ফুটবল একাডেমীর প্রথম গোলদাতা ছোটন। তার হাতে সন্মাননা ক্রেস্টসহ প্রাইজমানি তুলে দেন জেলা চাউল কল মালিক গ্রুপের সভাপতি ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মো. মোছাদ্দেক হুসেন।

এসময় উপস্থিত ছিলেন চেম্বারের পরিচালক সানোয়ার হোসেন, শাহীন হোসেন, হীরু, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব সৈয়দ সপু আহমেদসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, বালুবাড়ি একাদশের কর্মকর্তা ও হাজারো দর্শক।

আজ শুক্রবার (৬ অক্টোবর) কোন খেলা নেই তবে সপ্তমদিনের খেলায় দুইটি শক্তিশালী দল মাঠে নামবে। দল দুটি হলো-দিনাজপুরের হোটেল কনকর্ড ও বগুড়ার রেইন গ্রুপ।

প্রসঙ্গত, প্রয়াত আনোয়ারুল ইসলাম ছিলেন দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ সভাপতি, দিনাজপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও একজন সমাজকর্মী। ২০১৮ সালের ১১ নভেম্বর তিনি চিকিৎসাধীন অবস্থায় ভারতের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। তাঁরই নামানুসারে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি এর প্রধান পৃষ্ঠপোষকতায়, বালুবাড়ি একাদশের আয়োজনে ও দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনায় প্রথমবারের মতো ফুটবল টুর্ণামেন্ট শুরু হয় ৩০ সেপ্টেম্বর শনিবার ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com