ফজিবর রহমান বাবু।- দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, বাংলাদেশে উন্নয়ন ও গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বিকল্প নাই। কারণ শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলে দেশ উন্নয়নে অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে। প্রত্যেক বাড়ীতে বিদ্যুতের আলো জ্বলে শেখ হাসিনার বদৌলতে। বিদ্যালয়গুলোতে টিন শেড আর মাটির মেঝে থেকে সুসজ্জিত একাডেমিক ভবন তৈরি করেছেন শেখ হাসিনা। শিক্ষাঙ্গনে শিক্ষার সুন্দর পরিবেশ সৃষ্টি করেছেন তিনি।
শুক্রবার (১৩ অক্টোবর ২০২৩) শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৮৫ লাখ টাকা ব্যয়ে কাহারোল উপজেলার তারগাঁও ইউনিয়নে সাহাপুর উচ্চ বিদ্যালয়ে নব নির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরোও বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হয় জনগণের জীবন মান উন্নত হয় সেটা আমরা প্রমাণ করেছি। আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই দেশে এগিয়ে যাচ্ছে, বিদেশে বাংলাদেশের সম্মান মর্যাদা বেড়েছে অনেক। ২০০৯ সাল থেকে আজ পর্যন্ত যে পরিবর্তনটা দৃশ্যমান হয়েছে আওয়ামী লীগ ধারাবাহিকভাবে ক্ষমতা আছে বলেই এটা সম্ভব হয়েছে। আমরা মানুষের মন জয় করেই ক্ষমতায় এসেছি। আর ক্ষমতায় এসে ধারাবাহিক উন্নয়ন করে যাচ্ছি।
সাহাপুর উচ্চ বিদ্যালয়ে মো. কামাল হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক, সাধারন সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা মহিলা ভাইস চেয়াম্যান মৌসুমী আক্তার, ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি আব্দুল বাসেদ, দিনাজপুর শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী তাপস চন্দ্র রায়।
আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাহাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনন্দ রায়।
Leave a Reply