সংবাদদাতা।- গাইবান্ধায় হিটস্ট্রোকে এক মুদি দোকানদার মৃত্যু বরণ হয়েছেন। সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের নুরপুর গ্রামের ফণিভূষণ সরকারের ছেলে রবি চন্দ্র দাস (৩০)। তিনি স্থানীয় নুরপুর বাজারে মুদি দোকানের ব্যবসা করতেন।বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে সদর উপজেলার লক্ষীপুর হাটের একটি ভাতের হোটেলে অসুস্থ হয়ে তিনি মারা যান।
রাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কামারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহফুজার রহমান বলেন, দুপুরে দোকানের মালামাল কিনতে তিনি পার্শ্ববর্তী লক্ষ্মীপুর হাটে যান। মালামাল কেনার পর প্রচণ্ড গরমে তিনি অসুস্থ হয়ে পরেন। এসময় তিনি পাশের একটি ভাতের হোটেলে গিয়ে দ্রুত ফ্যান চালু করার কথা বলে সেখানেই বসে পরেন।
এসময় হোটেলে থাকা লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান।
Leave a Reply