নবাবগঞ্জ দিনাজপুর থেকে সৈয়দ রশীদ।- দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দি প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়ার পরেই শুরু হয়েছে নির্বাচনী প্রচার প্রচারণা।
সোমবার সকালে উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা অতিরিক্তি জেলা প্রশাসক, সোহাগ চন্দ্র সাহার কার্যলয়ে প্রতিদ্বন্দি প্রার্থীদের মাঝে নির্বাচনের প্রতিক বরাদ্দ দেয়া হয়। উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা কারী বর্তমান উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আনারস মার্কা, তাজওয়ার মোঃ ফাহিম নাইন্টি ঘোড়া মার্কা ও নিজামুল হাসান (শিশির) পেয়েছেন মোটর সাইকেল মার্কা। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা কারী
মোঃ আঃ রাজ্জাক মাইক মার্কা, মোঃ ওয়ায়েস কুরুনি টিউবওয়েল মার্কা মোঃ আফতাবুজ্জামান প্রিন্স তালা,মার্কা, মোঃ আইনুল হক চৌধুরী চশমা মার্কা ও গোলাম ফিরোজ কবির পেয়েছেন টিয়া। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা কারী বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম বৈদ্যুতিক পাখা মার্কা, শিউলি বেগম ফুটবল মার্কা, মোছাঃ শাবানা বেগম কলস মার্কা ও মোছাঃ শেফালী বেগম পেয়েছেন প্রজাপতি মার্কা ।আগামী ৫ জুন। ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।প্রচার- প্রচারনায় গণসংযোগ, মাইকিং, পোস্টারিং, উঠান বৈঠক, বাড়ি বাড়ি ভোট প্রার্থনায় নবাবগঞ্জ উপজেলার সর্বত্র সর গরম হয়ে উঠেছে। উল্লেখ্য প্রচার প্রচারণায় চেয়ারম্যান প্রার্থী তাজওয়ার মোহাম্মদ ফাহিম নাইনটি এগিয়ে রয়েছেন।
Leave a Reply