রংপুর থেকে বজ্রকথা প্রতিনিধি।- রংপুর মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মুহাম্মদ জহির আলম নয়নের নামে ১০ বছরের সাজা প্রদানের রায় বাতিলসহ নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মহানগর যুবদলের আয়োজনে গতকাল সোমবার সকালে নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মহানগর যুবদলের আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী মিলনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু, সদস্য সচিব এডভোকেট মাহফুজ উন-নবী ডন, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি (রংপুর বিভাগ) ও জেলা যুবদল সভাপতি নাজমুল আলম নাজু, কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) ও মহানগর কৃষক দলের আহ্বায়ক শাহ নেওয়াজ লাবু, মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম মিঠু, সহ সাংগঠনিক সম্পাদক ওয়াহিদ মুরাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আল ইমরান সুজন, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান হোসেন, সিনিয়র যুগ্ন আহবায়ক মাহবুব হোসেন সুমন, মহানগর ছাত্রদলের আহ্বায়ক ইমরান খান সুজন, সদস্য সচিব রবিউল ইসলাম রবি প্রমুখ। মানববন্ধনে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা যুবদল নেতা নয়নের বিরুদ্ধে ১০ বছরের সাজা প্রদানের রায় কে “ফরমায়েসী” আখ্যা দিয়ে বলেন, সম্পূর্ণ সাজানো ও মিথ্যা অভিযোগে এ রায় প্রদান করে যুব নেতা নয়নকে কারারুদ্ধ করা হয়েছে। বক্তারা অবিলম্বে এ রায় বাতিলসহ যুব নেতা নয়নের নিঃশর্ত মুক্তির দাবি জানান।
Leave a Reply