পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি।- দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মন্মথপুর জামতলী যুব সংঘ ও এলাকাবাসীর আয়োজনে ৮ টিমের মিজানুর রহমান সিয়াম গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হয়েছে।
এই খেলায় ২-১ গোলে পীরগঞ্জ রংপুর ফুটবল একাডেমিকে পরাজিত করে রানী বন্দর দিনাজপুর আইডিয়াল কলেজ জয়ী হয়। বৃহস্পতিবার (৩ অক্টোবর ) বিকালে পার্বতীপুর উপজেলার মনমথপুর ইউনিয়নের জামতলী স্কুল মাঠে দ্বিতীয় রাউন্ডের খেলাটি অনুষ্ঠিত হয়।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর মঞ্জুরুল আজিজ পলাশ।
এ সময় আরও উপস্থিত ছিলেন টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক, পার্বতীপুর উপজেলা ব্যাটারি চালিত ভ্যান-রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মিজানুর রহমান সিয়াম,সাবেক পৌর কাউন্সিলর মোঃ জাহাঙ্গীর আলম,পৌর যুবদলের আহবায়ক রবিউল ইসলাম বাবু প্রমুখ।
খেলা পরিচালনা করেন মোস্তাফিজুর রহমান। খেলার মাঠে প্রচুর দর্শক সমাগম ঘটে।
Leave a Reply