বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
সাংবাদিক মাজহারের পিতা শিক্ষাবিদ আব্দুস ছাত্তার সরকারের বারোতম মৃত্যুবার্ষিকী  অনুষ্ঠিত রংপুরে আবাসনখাতে সরকারের প্রায় হাজারকোটি টাকার রাজস্ব ফাঁকি  ময়নাকুটি সিনিয়র আলিম মাদ্রাসার নতুন একাডেমিক ভবনের ভিত্তি স্থাপন ওভারব্রিজের দাবীতে পীরগঞ্জে মহাসড়ক অবরোধ  জুলাই-আগস্ট বিপ্লবে হত্যাকান্ডের বিচার না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে: স্নিগ্ধ রংপুরে আইজিএস স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত   ভরসা গ্রুপের কয়েল ফ্যাক্টরি ও তামাক গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড র‌্যাবের অভিযানে বিপুল পরিমান গাঁজা ও ইয়াবা উদ্ধার, আটক-৪ পানির ড্রেনে পড়ে এক শিশুর মৃত্যু পীরগঞ্জে বিএডিসি’র গভীর নলকূপ গোপনে বিক্রির অভিযোগ 

পীরগঞ্জে চেয়ারম্যান এর বিরুদ্ধে মানববন্ধন এবং কিছু কথা

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ৮৫ বার পঠিত

পীরগঞ্জে চেয়ারম্যান এর বিরুদ্ধে মানববন্ধন এবং কিছু কথা

লেখক- সুলতান আহমেদ সোনা

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকায় নানা বিষয় নিয়ে অস্থিরতা  দেখা যাচ্চে। এই অস্থিরতার পিছনে কারো হাত থাকতেও পারে, আবার যুক্তি সংগত কারণেও সাধারণ মানুষ হৈ চৈ করতে পারেন।

কেউ উদ্দেশ্যমূলক ভাবে সমাজে বিশৃংখলা সৃষ্টি করলে ছাড় দেওয়া ঠিক হবে না কিন্তু সর্বসাধারন যদি ন্যায় সংগত অধিকার আদায়ের জন্য বা অধিকার রক্ষায় শান্তিপূর্ণ সমাবেশ করেন অথবা রাস্তায় দাড়ান,মানববন্ধন করেন সে ব্যাপারে সচেতন মানুষ হিসেবে যে কেউ আন্দোলনকারীদের  সমর্থন দিতে পারেন।

স্বাধীন বাংলাদেশে সব মানুষের আন্দালন –সংগ্রাম করার অধিকার রয়েছে। এই স্বাধীনতা রক্ষার জন্যই তো ছাত্র –জনতা কালে কালে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে।

একটা কথা আমরা মানি, যে কোন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার অধিকার সকলেরই আছে। অবশ্যই সেটা হতে হবে শান্তিপূর্ণ, ন্যায় সংগত, যুক্তিযুক্ত।

ইদানিং আমরা লক্ষ্য করছি, কিছু মানুষ দাবী আদায়ের জন্য রাস্তায় নামলেই তাদের সাথে বিশেষগোষ্ঠি যুক্ত হয়ে অনাকাংখিত ঘটনা ঘটাচ্ছে, মুল ঘটনার বাইরে গিয়ে ভাংচুর চালাচ্ছে, মারপিট করছে, স্থাপনা ধ্বংশ করছে।  এ সব কোন ভাবেই সমর্থনযোগ্য নয়। শহর বন্দরে এমন ঘটনা ঘটাতে দেখেছি আমরা। আমাদের ধারণা একটি গোষ্ঠি ঘোলা পানি আরো ঘোলা করার তালে আছে। সেটা  রাজধানীতেও হচ্ছে আবার  গ্রাম এলাকাতেও হচ্ছে।

আজ অবশ্য রাজধানীর কোন বিষয় নিয়ে লিখতে বসি নাই। বসেছি মফঃস্বলে  কিছু ঘটনা ঘটছে, সে সব বিষয় নিয়ে লিখতে।সম্প্রতিক সময়ে পীরগঞ্জ উপজেলার ৪ নং কুমেদপুর ইউনিয়নে চেয়ারম্যান আমিনুল ইসলাম এর বিরুদ্ধে ইউপি সদস্যরা অভিযোগের লম্বা তালিকা নিয়ে মাঠে নেমেছেন।

এদিকে অনেকে একটি খবর  ফোসবুকের পাতায় ও সংবাদপত্রে ছাপা হতে দেখেছেন হয়তো; খবরটি হলো চেয়ারম্যানের অপসারণের দাবীতে মানববন্ধন। এই ঘটনা ঘটেছে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলাধীন ৭নং বড় আলমপুর ইউনিয়নে।

গত ২৪ নভেম্বর/২৪ খ্রি: রবিবার দুপুরে পীরগঞ্জ উপজেলার ৭নং বড় আলমপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন চতরা-খালাশপীর সড়কে এলাকার সাধারন মানুষ চেয়ারম্যান আবু সাঈদ মোঃ হাফিজুর রহমান সেলিম এর বিরুদ্ধে মানববন্ধন করেছেন। এই মানববন্ধনের প্রতি সমর্থন জানিয়ে ওই ইউনিয়নের কয়েকজন ইউপি সদস্য,চেয়ারম্যান  আবু সাঈদ মোঃ হাফিজুর রহমান সেলিম এর বিরুদ্ধে  বক্তব্য দিয়েছেন মানববন্ধনে।

যে কোন বিষয়ে মানববন্ধন করার অধিকার ইউনিয়নবাসীর রয়েছে।কারণ সাধারণ মানুষ তো অসহায়; তারা সবখানেই নানা ভাবে হয়রানীর শিকার হয়ে থাকেন।  তারা কোন দাবী তুলে রাস্তায় দাড়ালে সচেতন মানুষের সহানুভুতি পেতেই পারেন। তাই সাংবাদিকরা সেদিন সেখানে উপস্থিত ছিলেন এবং তাদের দাবীগুলো সংবাদপত্রের পাতায় প্রকাশ করেছেন।

এই মানববন্ধনে ইউনিয়নের কতজন মানুষ অংশ নিয়েছিলেন? কেউ এমন প্রশ্ন করলে, তার উত্তর হবে, বেশ কিছু মানুষ অংশ নিয়েছিলেন।

সেদিন মানববন্ধনে অংশ নেয়া লোকদের মাথা গনণা না করেও  বলতে পারি, নারী পুরুষ মিলে তো পাঁচশাতধীক হবেই।

একটা তথ্য দিচ্ছি,বড় আলমপুর ইউনিয়নের মৌজা সংখ্যা ২০টি। লোক সংখ্যা ২৭ হাজার ১৭৭জন। ভোটার সংখ্যা মোট ১৭ হাজার ৫৭০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ৮৫৪জন এবং নারী ভোটার ৮ হাজার ৭১৬ জন। ভোট কেন্দ্র রয়েছে ১০টি। বলছি, কোন দাবী আদায়ের জন্য এলাকার সব মানুষ তো আসবে না।, দাবী জানাবেও না। যারা বঞ্চিত তারা চিৎকার করবে,স্লোগান দেবে এটাই স্বাভাবিক। এ ক্ষেত্রে জনপ্রতিনিধিদের কর্তব্য ছিল অসহায় সুবিধা বঞ্চিতদের দাবী পূরণ করা।

যাক চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধনে অংশ নেয়া লোকদের অভিযোগ ছিল টিসিবি’র কার্ডধারীদের তথ্য হালনাগাদের কথা বলে কার্ড  জমা নিয়ে  পরে অনেকের নাম বাদ দেয়া হয়েছে।  এছাড়াও অভিযোগ ছিল, জন্মনিবন্ধন সংশোধনের নামে ইউপিবাসী হয়রানীর  শিকার  হচ্ছেন, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা, প্রতিবন্ধীদের ভাতার ব্যাপারে উৎকোচ গ্রহনের অভিযোগ। একই বছরে একাধীক বার চকিদারী ট্যাক্স আদায়ের অভিযোগও উঠেছে। আরো ছিল, ইউনিয়ন পরিষদে সবধরনের সেবা থেকে অভিযোগকারীদের বঞ্চিত করা হয়েছে। এলাকার সাধারণ মানুষই শুধু নয়, ইউপি সদস্যরাও নানা ভাবে চেয়ারম্যান সাহেবের নিকট থেকে বঞ্চিত হয়েছেন।

যদি এমনটা হয়ে থাকে তা হলে সেটা সত্যি দুঃখজনক! আমরা সব সময় চাই জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিরা স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করবেন। সেবাদানের ক্ষেত্রে কারো সাথে বৈষম্য করবেন না। এ সেক্ষত্রে বলার কথা একটাই, জনতার দাবীর প্রেক্ষিতে বিষয়গুলো খতিয়ে দেখা উচিত।

অবশ্য এই সব অভিযোগের ব্যাপারে কথা হয়েছিল চেয়ারম্যান আবু সাঈদ মোঃ হাফিজুর রহমান সেলিম এর সাথে। চেয়ারম্যান সেলিম তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পর্কে বলেছেন, অভিযোগগুলো সঠিক নয়। তিনি বলেছেন, যারা মানববন্ধন করেছে তাদের বিরুদ্ধে তার কোন ক্ষোভ নেই। তিনি  আরো বলেছেন, অভিযোগগুলোর জবাব দেয়ার জন্য প্রস্তুত আছেন। তিনি প্রশ্ন তুলেছেন, নাগরিকদের অভিযোগ করার সুযোগ আছে, মানববন্ধন করার অধিকার আছে, কিন্তু ইউনিয়ন পরিষদে তালা ঝুলানোর কোন অধিকার আছে কি ? তিনি প্রশ্ন করেন, ইউনিয়ন পরিষদের একজন বেতনভুক্ত কর্মচারীকে সেদিন মানববন্ধনের আয়োজকরা গণপিটুনী দিয়েছে, সেটা কী অন্যায় নয় ?  এ সবের মানে কি?

এখন যত কথাই থাক, আমরা মনে করি, চেয়ারম্যান সাহেব জবাবদিহির উর্ধ্বে নন। যদি সাহস থাকে, যদি সততা থাকে তা হলে বলবো, চেয়ারম্যান সেলিম অবশ্যই সংবাদ সম্মেলন করে ওই সব অভিযোগের জবাবা দিক !

আর একটা কথা ইউনিয়ন পরিষদ কারো ব্যক্তিগত গুদামঘর নয় যে, ইচ্ছে হলেই কোন ব্যক্তি সেখানে তালা ঝোলাতে পারেন! আর ইউনিয়ন পরিষদের কোন কর্মচারীকে মার ডাং এর বিষয়টি নিন্দনীয় ঘটনা অপরাধও বটে। স্থানীয় প্রশাসন এ সব ব্যাপারে সরে জমিন খতিয়ে দেখে ব্যবস্থা নিবেন এটাই আশা করি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com