নেপালের সাহিত্য সম্মেলন ২০২৪ (দ্বিতীয় কিস্তি)
নেপাল একটা সুন্দর দেশ
সুলতান আহমেদ মোনা।- আগেই শুনে ছিলাম, নেপাল একটা সুন্দর দেশ। তা ছাড়া ইউটিউবে দেখছি নেপালের সৌন্দর্য। নেপালের মানুষও খুব ভালো। তার প্রমাণ বাংলাদেশে ঘরে বসেই পেয়েছি।
অনুষ্ঠানের আয়োজক গ্লোবাল ফেরারেশনের সম্মানিত সভাপতি জনাব সুরেন্দ্র লিম্বু পরদেশী আমার সাথে ম্যসেঞ্জারে যেমন যোগাযোগ করেছেন তেমনি যাবার আগের দিন পর্যন্ত তার সোথে আমার ফোনে কথা হয়েছে। আর আয়োজক সংগঠনসহ বেশ কয়েকজনের ফোন নম্বর দিয়ে রেখেছিলেন আসাম থেকে কবি রানা কাফলে। এফসাকল এর সম্মানিত চেয়ারম্যান বিশিষ্ঠ লেখক তারা বাহাদুর বুধাথোকী মাকালু হিল এর মানুষ তিনি খানবাড়ি নেপাল থেকে আমাকে আশ্বস্ত করেছিলেন আমি পৌছামাত্র এয়ারপোর্ট থেকে আমাকে রিসিভ করা হবে। শুনে ভালোই লেগেছিল।
যাক তার পরও একটা বিষয় নিয়ে বেশ উদ্বিগ্ন ছিলাম, তা হলো নেপালে ২৫ দেশের আন্তর্জাতিক সম্মেলন হবে,বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করবো তাও আবার কাব্য- সাহিত্য নিয়ে, আমার একটা প্রস্তুতি থাকা দরকার। সে জন্য বিশ্বশান্তি , তৃতীয় বিশ্ব যুদ্ধের আশংকা,সম্প্রীতি, পরিবেশ-প্রকৃতি,দর্শন, সারা দুনিয়ায় চলমান যুদ্ধ বন্ধের দাবীসহ বক্তব্য প্রদানের বিষয়ে প্রস্তুতি নিয়েছিলাম।
আগেই বলেছি দক্ষিন এশিয়ার সাহিত্য সংস্কৃতি বিষয়ক সংগঠন এফসাকল নামে আমাদের একটা সংগঠন রয়েছে।আমি এফসাকল এর প্রতিষ্ঠাতা জেনারেল সেক্রেটারী। আমাদের একটা সাংগঠনিক কমিটি রয়েছে। ফলে দেশের বাইরে যাওয়ার পুর্বে কমিটির কর্তাদের সাথে কথা বলার প্রয়োজন অনুভব করে ছিলাম। এ কারণে এফসাকল বাংলাদেশের সভাপতি অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান সাহেবের সাথে একাধীকবার পরামর্শ করতে হয়েছে। আমাদের সংবাদপত্র “বজ্রকথা” এই সংবাদপত্রটি ১৯৮৪ সালে আত্ম প্রকাশ করেছে। আমি সংবাদপত্রটির সম্পাদক / প্রকাশক,,। বজ্রকথা সংবাদপত্রের উপদেষ্টা সভাপতি হচ্ছেন ডেএসসি বিজনেস কোম্পানী লিঃ এর সম্মানিত চেয়ারম্যান জনাব এজেএম সিরাজুল ইসলাম সাহেব তার সাথে বৈঠক করতে হয়েছে। এখানেই শেষ নয় আমার কাগজ পত্র সব সময় প্রস্তুত করে দেন বিকে টিভি এন্টারটেইনমেন্টের সম্পাদক এটিএম আশরাফুল ইসলাম রাঙ্গা তাকে ব্যস্ত রাখতে হয়েছে।
এখানেই শেষ নয়, আমি চেয়ে ছিলাম এফসাকল এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পশ্চিমবঙ্গ ভারতের সুমাইয়া রহমান আমার সাথে নেপালে যাক, তাতে সংগঠনের প্রচার প্রচারণার অনেক কাজ হবে। এছাড়াও তিনি হিন্দি, বাংলা, ইংরেজি ভাষায় পড়ালেখা করা একজন মানুষ এবং একজন সঙ্গীত শিল্পীও বটে। কিন্তু বিশেষ কারণে তাকে নিতে পারিনি। অপর দিকে এফসাকল কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান জনাব হাফিজুর রহমান তাকে সাথে নিতে চেয়েছিলাম তিনি মটরসাকেল দূরঘর্টনায় আক্রান্ত হয়ে পা ভেঙ্গে ফেলেছেন ফলে তাকেও সাথী করতে পারিনি, এছাড়াও ওপার বাংলার বিশিষ্ঠ লেখক, শিক্ষক নজরুল ইসলাম ভাইকে প্রস্তাব দিয়েছিলাম কিন্তু ছুটি পাওয়া না পাওয়া সংক্রান্ত জটিলতার কারণে তাকেও সঙ্গী করতে পারিনি। আসামের বিশিষ্ঠ লেখক এফসাকল এর সমাজ সেবা বিষয়ক সম্পাদক ডাঃ সাইফুল ইসলামকেও বলেছিলাম কিন্তু বিশেষ কারণে তাকেও সাথে নিতে পারিনি। শেষে একাই বাংলাদেশ থেকে নেপাল যাওয়ার প্রস্তুতি নিয়েছিলাম।
খুচরা কথা এখনো শেষ হয়নি। আবহাওয়র খবর ছিল ধেয়ে আসছে ঘুর্ণিঝড়! ঘোষণা ছিল,“বঙ্গপোসাগরের কাছাকাছি উত্তর আন্দামান সাগরে সৃষ্টি হয়েছে একটি লঘুচাপের। লঘুচাপটি ক্রমেই শক্তিসঞ্চয় করে ২৩ থেকে ২৪ অক্টোবরের মধ্যে ঘুর্ণিঝড় “ডানায়’’ পরিণত হবে। এই ঘুর্ণিঝড় উড়িষা, পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকুলীয় এলাকায় প্রভাব ফেলতে পারে”।
এই খবর পাওয়ার পর সিন্ধান্ত নিলাম রংপুর থেকে ঢাকার দুরুত্ব ৩০০ কিলো মিটারের বেশি। তাই ২২অক্টোবর/২৪খ্রি: তারিখ পীরগঞ্জ আমার উপজেলা বাসষ্ট্যান্ড থেকে ঢাকা যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ছিলাম। ধারণা ছিল সকালে রওনা দিলে বিকেলে গিয়ে পৌছবো। মেয়ে –জামাইয়ের বাসায় উঠবো সেখান থেকে কিছু কেনা কাটা সারবো। ২৩ অক্টোবর/২৪খ্রি: তারিখ বিমানের টিকিট হাতে নেবো। ২৪ তারিখ নেপালের উদ্দেশ্যে রওনা দেবো। কারণ লঘুচাপের ভয়টা ছিল। যা ভাবা তাই কাজ, আমি আসলেই সঠিক সিদ্ধান্ত নিয়ে ছিলাম। ২২অক্টোবর থেকেই ঢাকায় বৃষ্টি পড়ছিল। ২৩ অক্টোবর ছাতা সাথে নিয়ে আমাকে টিকিটের জন্য গ্রীণ রোডে যেতে হয়েছে।
সেদিন ঢাকা পৌছেই এফসাকল এর প্রধান উপদেষ্টা কবি দিলরুবা আপার সাথে তার বনানীর বাসায় দেখা করেছিলাম। তিনি অসুস্থতার কারণে ঢাকায় চিকিৎসা নিচ্ছেলেন বলে রংপুরে দেখা করতে পারি নাই । সেখান থেকে ফিরে ছোট ভাই সাংবাদিক গোলাম কাদির রবুকে ফোন দিয়ে টিকিট হাতে নিয়েছি। পরে সাংবাদিক সেরাজুল ইসলাম সিরাজকে ফোন দিলে সে চলে আসে কাওরান বাজার এলাকায়। আমরা একটা রেস্টুরেন্টে দুপুরের খাবারের পর ডলারের ব্যবস্থা করে দিয়েছে ছোট ভাই সাংবাদিক সিরাজ। একটা কথা না বললেই নয়, বয়সে আমি বড় হলেও ঢাকা গেলে আমাকে আর কিছু ভাবতে হয়না। স্নেহের ছোটভাই রবু, সিরাজ , শানু ওরাই আমার ইচ্ছে পূরণ করে। তারপর সন্ধ্যায় কাক ভেজা হয়ে মেয়ের বাসায় ফিরেছি। (চলবে)
Leave a Reply