পিলখানা হত্যাকান্ডের তদন্তে গঠিত কমিশনে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতিনিধিদের অর্ন্তভুক্ত করার দাবি
২৩/১২/২০২৪ বিজিবি সদর দপ্তরে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় তৎকালীন বাংলাদেশ রাইফেলসে (বিডিআর) সংঘটিত ঘটনা তদন্তে কমিশন গঠন করা হয়েছে। এ কমিটিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাবেক মহাপরিচালক এ এল এম ফজলুর রহমান সভাপতি হিসেবে রয়েছেন। এছাড়াও সামরিক বাহিনীর দু’জন সদস্য, সিভিল সার্ভিসের একজন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ও পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা থাকবেন। কিন্তু এই কমিশনে বিডিআর সদস্য না থাকায় আমরা মনে করি কমিশন সার্বজনীন গ্রহণযোগ্য হয়নি।
পিলখানা হত্যাকান্ড বা বিডিআর ট্রাজেডি ন্যায়বিচার প্রতিষ্ঠায় গঠিত সংগঠন পিলখানা হত্যাকান্ডের ন্যায়বিচার প্রতিষ্ঠায় ঐক্য ইতিমধ্যে ৯ দফার দাবির ২য় দাবিতে পিলখানা হত্যাকান্ডের স্বাধীন তদন্ত কমিটি/কমিশন গঠনে সুনির্দিষ্ঠ রূপরেখা তুলে ধরা হয়েছে। দাবিটি ছিল– “সেনা, নৌ, বিমান বাহিনী ও বিচার বিভাগের সমন্বয়ে স্বাধীন তদন্ত কমিটি/কমিশন গঠন করতে হবে। শহীদ সেনা ও বিডিআর ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতিনিধি তদন্ত কমিটি/কমিশনে রাখতে হবে।” কিন্তু আমরা দেখতে পারি আমাদের দাবিকে উপেক্ষা করে এবং আমাদের সাথে কোনো প্রকার আলোচনা ব্যতিত স্বরাষ্ট্র মন্ত্রনালয় এই কমিশন গঠন করেছে।
তাই অতিবিলম্বে গঠিত কমিশন পুনঃগঠন করে শহীদ সেনা ও বিডিআর ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতিনিধিদের এই কমিশনে অর্ন্তভুক্ত করার জোর দাবি জানাচ্ছি। অন্যথায় এই কমিশনের প্রতি ক্ষতিগ্রস্থ বিডিআর পরিবার ও দেশবাসী আস্থা হারাবে।
Leave a Reply