আমার বিশ্ববিদ্যালয় নিয়ে আমার অভিযোগের শেষ নেই। বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমালোচকদের একজন আমি। সেই আমিই গত ৩ ঘন্টায় নিচের ডিজাইন ও লেখাটি তৈরি করেছি। বিষয়টি অত্যন্ত আন্ডাররেটেড এবং এটির বেশি প্রচার হলে স্কুল কলেজের শিক্ষার্থীরা STEM-based Innovation-এর মতো বিষগুলোতে আগ্রহী হয়ে উঠবে, আর আমি চাই সবাই STEM এ আসুক।
UIU Mars Rover Team প্রথমবারের মতো URC 2022 (USA)-এ অংশ নেয় MAVEN রোভার নিয়ে। এই রোভারটি অটোনোমাস নেভিগেশন, সায়েন্স এক্সপ্লোরেশন, এবং ইকুইপমেন্ট সার্ভিসিং-এ অসাধারণ পারফরম্যান্স দেখায়। এশিয়ায় ১ম এবং বিশ্বব্যাপী ১৩তম স্থান অর্জন করে।
University Rover Challenge (URC) হলো NASA-অনুমোদিত পৃথিবীর অন্যতম prestigious international robotics competition, যা প্রতিবছর যুক্তরাষ্ট্রের Utah রাজ্যে Mars Desert Research Station-এ অনুষ্ঠিত হয়। এতে পৃথিবীর বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা তাদের তৈরি করা মঙ্গল গ্রহে চলতে সক্ষম রোভার নিয়ে প্রতিযোগিতা করে।
MAVEN-এর সাফল্যের পর UIU Mars Rover Team তৈরি করে উন্নততর রোভার TELOS. যা AI-পাওয়ার্ড ভিশন, উন্নত রোবোটিক আর্ম ও টেরেইন ট্র্যাভার্সাল সক্ষমতা নিয়ে URC 2023 (USA) অংশ নেয়। URC (USA) তে এশিয়ায় ১ম (২য় বার) এবং বিশ্বব্যাপী ৯ম স্থান অর্জন করে।
মার্স সোসাইটি আয়োজিত URC নিয়ে লেখার শুরুতে বলেছি। UIU-এর আরেকটি গৌরবময় অংশগ্রহণ ছিল Anatolian Rover Challenge (ARC) তে, যেটি তুরস্কে হয় এবং ইউরোপ ও এশিয়ার মধ্যকার শীর্ষস্থানীয় রোভার প্রতিযোগিতা হিসেবে স্বীকৃত। এখানে মিশনের মধ্যে ছিল অটোনোমাস নেভিগেশন, স্যাম্পল কালেকশন, ইঞ্জিনিয়ারিং সার্ভিস এবং সায়েন্স টাস্ক। ARC 2023 (TURKEY) তে বিশ্বব্যাপী UIU ৩য় স্থান অর্জন করে।
২০২৪ সালের রোভার YGGDRASIL আরও উন্নত সেন্সর, ভিশন সিস্টেম ও AI প্রযুক্তি নিয়ে তৈরি হয়। এটি সায়েন্স মিশন, টেরেইন ট্র্যাভার্সাল, অটোনমাস নেভিগেশন, ও ইকুইপমেন্ট সার্ভিসিং-এ অসাধারণ দক্ষতা প্রদর্শন করে। URC 2024 (USA) তে এশিয়ায় ১ম (তৃতীয়বার) এবং বিশ্বব্যাপী ৫ম স্থান স্থান অর্জন করে।
২০২৫ সালে তৈরি হয় অত্যাধুনিক রোভার AXIOS, যার মধ্যে ছিল উন্নত AI নেভিগেশন, আরও শক্তিশালী রোবটিক আর্ম এবং সায়েন্টিফিক অ্যানালাইসিস সিস্টেম। এটি URC 2025 (USA)-এ অংশ নেয়। Best Scientist Award সহ URC 2025-এ UIU বিশ্বব্যাপী ৬ষ্ঠ এবং এশিয়ার মধ্যে ৪র্থ বারের মতো টানা ১ম স্থান অর্জন করে,। BRAC University ৮ম, MIST ১৪তম এবং IUT ১৮তম স্থান অর্জন করে। এই অসাধারণ সাফল্যের মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশের চারটি বিশ্ববিদ্যালয়ই URC-এর গ্লোবাল টপ ২০-তে জায়গা করে নেয়, যা দেশের জন্য এক ঐতিহাসিক অর্জন।
তুরস্কে চলমান প্রতিযোগিতা Anatolian Rover Challenge 2025-এর সিলেকশন রাউন্ডে UIU টিম সমস্ত দেশের মধ্য থেকে সর্বোচ্চ স্কোর অর্জন করেছে। আশা করি এ প্রতিযোগিতায়ও UIU ভালো ফলাফল বাংলাদেশে নিয়ে আসবে।
UIU-এর আরেকটি একটি দল ASCEND আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশ ও UIU-এর প্রতিনিধিত্ব করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রে, যেখানে তারা CanSat 2025 প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে অংশগ্রহণ করবে। CanSat হলো একটি প্রেস্টিজিয়াস স্যাটেলাইট সিমুলেশন প্রতিযোগিতা, যেখানে শিক্ষার্থীরা ক্ষুদ্র উপগ্রহ তৈরি ও পরিচালনা করে তাদের প্রযুক্তিগত দক্ষতা প্রদর্শন করে।
এতক্ষণতো মহাকাশের রোবট নিয়ে ছিল, এবার UIU চলে আসলো জলে। ২০২৫ সালেই UIU MARINER দল MATE ROV World Championship-এ যোগ দেয়।
MATE ROV (Remotely Operated Vehicle) বিশ্ব চ্যাম্পিয়নশিপ সমুদ্রের নিচের কাজ যেমন পরিবেশ পর্যবেক্ষণ, মেরিন ইঞ্জিনিয়ারিং, ও উদ্ধার অভিযান ইত্যাদিতে রিমোটলি অপারেটেড রোবট তৈরিতে শিক্ষার্থীদের উৎসাহিত করার জন্য আয়োজিত। প্রতিযোগিতাটি প্রতি বছর আমেরিকার মিশিগান রাজ্যের Great Lakes Maritime Academy তে অনুষ্ঠিত হয়। দলগুলোকে একটি নির্দিষ্ট সামুদ্রিক সমস্যা সমাধানের জন্য ROV ডিজাইন ও নির্মাণ করতে হয়। প্রতিযোগিতার সময় দলগুলো তাদের ROV দিয়ে বিভিন্ন বাস্তবসম্মত টাস্ক সম্পন্ন করে যেমন পানির নিচে নির্দিষ্ট বস্তু উদ্ধার, যন্ত্রপাতি পরীক্ষা ইত্যাদি। বিচারকরা প্রযুক্তিগত উৎকর্ষতা ও কার্যকারিতা বিবেচনা করে বিজয়ী নির্বাচন করেন।
UIU MARINER দল MATE ROV World Championship-এ প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে ফাইনালিস্ট হয়। আশা করি এ প্রতিযোগিতায়ও UIU ভালো ফলাফল বাংলাদেশে নিয়ে আসবে।
অর্থাৎ ২০২৫ সালে এখনো ৩ টি চলমান প্রতিযোগিতায় ইউআইইউ টিম আমেরিকা ও তুরস্কে প্রতিদ্বন্দ্বিতা করছে। আমরা তাদের সফল মিশন ও গর্বিত প্রত্যাবর্তনের জন্য শুভকামনা জানাই।
এই আন্তর্জাতিক সাফল্যগুলো বাংলাদেশের স্কুল-কলেজের শিক্ষার্থীদের Space Science, Robotics, EEE, CSE, AI, CV, Mechatronics, Marine Tech, Underwater Robotics, Satellite Communication ও STEM-based Innovation-এর মতো বিষয়গুলোতে পড়াশোনা ও ক্যারিয়ার গড়তে অনুপ্রাণিত করবে। সেই উদ্দেশ্যেই এটি লেখা। আশা করি এটি স্কুল কলেজের শিক্ষার্থীদের নিকট বেশি পৌঁছাবে।
( লেখক মোঃ মশফিকুর রহমান, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভারসিটির একজন শিক্ষার্থী)
Leave a Reply