পীরগঞ্জ রংপুর প্রতিনিধি।- রংপুরের পীরগঞ্জে পৌরসভার আয়োজনে বৃহস্পতিবার ৩ জুলাই স্থানীয় সরকার বিভাগ পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন “আরবান প্রাইমারি হেল্প কেয়ার সার্ভিস ডেলিভারি প্রকল্পের কর্মকর্তা কর্মচারীদের নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক খাদিজা বেগম ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুর রহিম প্রামানিক, প্রকল্প ব্যবস্থাপক রিয়াজ উদ্দিন আহমেদ প্রমুখ।
এ বিষয়ে প্রশাসক মহোদয় বলেন গত ৩০ জুন/২৫ তারিখে প্রকল্পের মেয়াদ শেষ হলেও ১জুলাই/২৫ তারিখ হইতে পৌরসভার তত্ত্বাবধানে ও ব্যবস্থাপনায় সুন্দর সুষ্ঠু ও স্বচ্ছ ভাবে পরিচালিত হচ্ছে । প্রশাসক আরও বলেন, পৌরসভার নিজস্ব ব্যবস্থাপনায় ও তত্ত্বাবধানে প্রকল্পের স্বাস্থ্যসেবা গুলো এখন আরও টেকসই স্বচ্ছ ও স্বল্প মূল্যে এবং নাগরিকদের কাছে সহজলভ্য হচ্ছে । তিনি বলেন,পৌরসভা মনে করে প্রকল্পের স্বাস্থ্যসেবা গুলো নাগরিকদের মৌলিক অধিকার । তাই প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য নবযাত্রায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দিকনির্দেশনা অনুযায়ী সেবা প্রদানে কোন ঘাটতি বা কার্পণ্য রাখা হবে না।
এ বিষয়ে প্রকল্প ব্যবস্থাপক রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, আমরা সকলে মিলে অধিকতর সহজলভ্য ও নাগরিকদের দোর গোড়ায় সেবা প্রদানের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছি এবং উপজেলাবাসীর প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য সকলের সহযোগিতা কামনা করছি ।
Leave a Reply