রংপুর থেকে নিজস্ব প্রতিবেদক ।- নানা আয়োজনের মধ্য দিয়ে রংপুরে গ্লোবাল টেলিভিশনের তৃতীয় বর্ষপূর্তি ও চতুর্থ বর্ষ পদার্পণ উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার রাত ৮ টায় রংপুর রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে গ্লোবাল টেলিভিশনের তৃতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি শালেকুজ্জামান ছালেক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর কারমাইকেল কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক আব্দুর রউফ।গ্লোবাল টেলিভিশন ও প্রতিদিনের সংবাদ রংপুর ব্যুরো প্রধান আব্দুর রহমান রাসেলের সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,কংগ্রেস কেন্দ্রীয় পরিষদের কার্য নির্বাহী সদস্য সিরাজুল ইসলাম পাটোয়ারী, রংপুর জজ কোর্টের এডভোকেট পলাশ কান্তি নাগ,বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মমিনুল ইসলাম রিপন,রংপুর রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি নূর হাসান চান,চ্যানেল ২৪ রংপুর ব্যুরো প্রধান ও রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক ফখরুল শাহিন,আমার দেশ রংপুর প্রতিনিধি মেজবাউল হিমেল,কালবেলা কাউনিয়া প্রতিনিধি জসীম উদ্দীন,আমার সংবাদ সাইফুল ইসলাম,প্রতিদিনের সংবাদ গংগাচড়া প্রতিনিধি বাবুল মিয়া প্রমূখ।
Leave a Reply