বজ্রকথা প্রতিবেদক।-১৯ জুলাই/২৫খ্রি: শনিবার দক্ষিন এশিয়ার সাহিত্য –সংস্কৃতি বিষয়ক সংগঠন এফসাকল এর মাসিক সভা বিকেলে পীরগঞ্জের ডিএসসি হলে অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি ছিলেন, ডিএসসি বিজনেস টেক লিমিটেড কোম্পানীর সম্মানীত চেয়ারম্যান ও বজ্রকথা সংবাদপত্রের সভাপতি এ জে এম সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর ডি আরএস বাংলাদেশ এর কর্মকর্তা জেসমিন আক্তার।
সভায় বক্তব্য রাখেন, বজ্রকথা সংবাদপত্রের সম্পাদক ও প্রকাশক, এফসাকল এর জেনারেল সেক্রেটারী কবি সুলতান আহমেদ সোনা,এফসাকল বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক কবি আসাদুল্লাহের গালেব,এফসাকল এর সদস্য গোলাম রব্বানী তালুকদার প্রমুখ।সভায় সভাপতিত্ব করেন, এফসাকল ওমেন্স ফোরাম এর সভাপতি মোছ: ফেরদৌসি বেগম।
এদিন সাংগঠনিক বিষয়সহ বৃক্ষ রোপন, বাল্য বিবাহ বন্ধে সচেতনতা বৃদ্ধি, মা ও শিশুর স্বাস্থ্য রক্ষা,নিরাপদ ডেলিভেরি বিষয়ে ব্যাপক আলোচনা করা হয়। সেই সাথে চাইল্ড ফোরামের সদস্যদের মধ্যে ক্রিড়া সামগ্রী বিতরণের সিদ্ধান্তগৃহীত হয়। ছবি-গোলাম রব্বানী তালুকদার
Leave a Reply