মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ১০:০৪ অপরাহ্ন

সরকারি আদেশ অমান্য  বিরামপুর বন বিভাগের জমিতে নিষিদ্ধ চারা

রিপোটারের নাম
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৫১ বার পঠিত
বিরামপুর (দিনাজপুর) বজ্রকথা প্রতিনিধি।-সরকারি আদেশ অমান্য করে  শত শত নিষিদ্ধ আকাশমনি গাছের চারা রোপণ করা হয়েছে বিরামপুরে।
সরেজমিনে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়নের দূর্গাপুর সংলগ্ন ঢিবি ও জোতবানী ইউনিয়নের কচুয়া মির্জাপুর শালবাগান সংলগ্ন এলাকায় গিয়ে দেখা যায়, বন বিভাগের সামাজিক বনায়ন কর্মসূচির নামে চলছে নিষিদ্ধ আকাশমনির চারা রোপণ।
উপজেলা কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায় পলিপ্রয়াগপুর ইউনিয়নের সহকারী কৃষি কর্মকর্তাকে ঘটনাস্থল পরিদর্শনে পাঠান। সহকারী কৃষি কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে আকাশমনি গাছের চারা রোপণের সত্যতা নিশ্চিত করেন। পরবর্তীতে বনবিভাগের এক কর্মী কিছু আকাশমনি চারা বিনষ্ট করলেও এখনও শত শত নিষিদ্ধ আকাশমনি গাছের চারা রোপণ অবস্থায় রয়েছে।
এছাড়াও পলিপ্রয়াগপুর মাদ্রাসার পশ্চিম পাশে বন বিভাগের নার্সারিতে গোপনভাবে নিষিদ্ধ প্রায় ৬০ থেকে ৭০ হাজার আকাশমনি চারা মজুদ রয়েছে, যা ভবিষ্যতে রোপণের উদ্দেশ্যে প্রস্তুত রাখা হয়েছে বলে দাবি করা হচ্ছে।
এ বিষয়ে চরকাই রেঞ্জের, বন বিভাগের সামাজিক বনায়নের দায়িত্বে থাকা বিট কর্মকর্তা সুলতান মাহমুদের কাছে আকাশমনির চারা রোপণ এবং মজুদ বিষয়ে জানতে চাইলে, সাংবাদিকদের সামনে ক্ষিপ্ত হয়ে তাচ্ছিল্য ভঙ্গিতে বলেন, “আপনারা যা ইচ্ছা রিপোর্ট করেন, আমার কিছু যায় আসে না” আরেক কর্মকর্তা খাইরুল ইসলাম বলেন, বন বিভাগে প্রবেশ করতে সাংবাদিককে অনুমতি লাগে আপনারা কি তা নিয়েছেন?
উল্লেখ্য, আকাশমনি ও ইউক্যালিপটার গাছ দেশের জীববৈচিত্র্য ও পরিবেশের জন্য ক্ষতিকর হওয়ায় সরকারিভাবে এ গাছের উৎপাদন, বিক্রি ও রোপণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এই ঘটনাগুলো বন বিভাগের অভ্যন্তরে স্বচ্ছতা ও দায়িত্বহীনতার এক বেদনাদায়ক চিত্র ফুটিয়ে তুলেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com