সুলতান আহমেদ সোনা।– রংপুর জেলার অন্যতম কৃষি প্রধান এলাকা পীরগঞ্জ উপজেলা। এই উপজেলায় গত ০৭/০৭/২৫ খ্রি: তারিখে উপজেলা কৃষি অফিসার হিসেবে যোগদান করেছেন মোঃ সুমন আহমেদ।
তিনি পীরগঞ্জে যোগদান করার পর পীরগঞ্জের কৃষি ও আগামীর কৃষি ভাবনা নিয়ে বজ্রকথা সংবাদপত্রের সাথে মত বিনিময় করেছেন।
২৯ জুলাই/২৫খ্রি: মতবিনিময় কালে কৃষিবিদ মোঃ সুমন আহমেদ বলেছেন, যোগদানের আগে পীরগঞ্জ সম্পর্কে নেতিবাচক কথা শুনেছি কিন্তু পীরগঞ্জে যোগদানের পর বুঝেছি যা শুনেছি তা সঠিক নয়। তিনি বলেন, এ ক’দিনে বেশ কিছু গ্রাম ঘুরেছি, অনেক কৃষকের সাথে কথা হয়েছে, তাতে পরিস্কার বুঝেছি পীরগঞ্জের মানুষ বেশ ভালো, তারা সহজ সরল ও অতিথি পরায়ন।
জনাব সুমন আহমেদ বজ্রকথাকে বলেছেন, তিনি এই অঞ্চলের মানুষ হিসেবে পীরগঞ্জের কৃষিকে আরো এগিয়ে নেয়ার জন্য আন্তরিক ভাবে কাজ করবেন।পীরগঞ্জের কৃষিকে তিনি এগিয়ে নিতে চান, পরিবর্তন আনতে চান।
পীরগঞ্জের কৃষি নিয়ে তার পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে সুমন আহমেদ বলেন, পীরগঞ্জের বৈচিত্রময় কৃষিতে তিনি নতুন নতুন প্রযুক্তির সমন্বয় ঘটাতে আগ্রহী। তিনি বলেন, গতানুগতিক কৃষির বাইরে লাভজনক ফসল যুক্ত করার ইচ্ছে আছে তার। তিনি উদ্যান ভিত্তিক ফসল নিয়ে কাজ করার কথা বলেছেন। তিনি বলেন, দেশি জাতের পাশাপাশি পীরগঞ্জে নতুন জাতের আম যুক্ত করা হবে। তিনি পীরগঞ্জের মাটিতে ড্রাগন ,মালটা,দারজিলিং জাতের কমলা, কাজু বাদাম, কফি,লটকন,চাষে কৃষকদের উদ্বুদ্ধ করবেন বলে বজ্রকথাকে জানিয়েছেন। তিনি কৃষি বিভাগের ব্যবস্থাপনায় উদ্যোগী কৃষকদের হাতে উন্নত জাতের চারা ও প্রযুক্তি তুলে দেয়ার ইচ্ছে পোষণ করেন। তিনি বলেন, পীরগঞ্জে আঙ্গুর চাষ সম্ভবনাময় ফষল হয়ে উঠেছে। তিনি আরো বলেছেন, আগামীতে আঙ্গুর চাষ সম্প্রসারণ করা হবে। সুমন আহমেদ কিটনাশক ব্যবহারে কৃষককে সচেতন করার পাশাপাশি উৎপাদিত ফসলের বাজার ব্যবস্থাপনার উপর গুরুত্ব দিয়েছেন।
তিনি তার সময়কালে তাকে সহায়তা করার জন্য সকলে প্রতি আহবান জানিয়েছেন।
Leave a Reply