পীরগঞ্জ রংপুর প্রতিনিধি রংপুরের পীরগঞ্জে অধিকারভুক্ত সম্পত্তিতে বাড়ি নির্মাণকালে প্রতিপক্ষ বাধা প্রদান করেছে এবং বাদী কে মার ডাং-প্রাণনাশের হুমকি প্রদানের অভিযোগ পাওয়া গেছে ।
উপজেলার ১২নং মিঠিপুর ইউনিয়নের হাসানপুর গ্রামের রুহুল আমিনের পুত্র উপজেলা উপসহকারী স্বাস্থ্য কর্মকর্তা সালমান আদন (৩৬) সহ তিন জনকে অভিযুক্ত করে থানায় অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে উপজেলার মিঠিপুর ইউনিয়নের হাসানপুর গ্রামের মৃত আব্দুল মাজেদের পুত্র হাফেজ মোঃ আনোয়ার হোসেন তার অধিকারভুক্ত সম্পত্তিতে বাড়ি নির্মাণকালে প্রতিবেশী সালমান আদন গংরা বাড়ী নির্মাণে বাধা প্রদান করে এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করে । এ সময় অভিযোগকারী নিষেধ করিলে সালমান আদনসহ সাঙ্গ-পাঙ্গরা বাদিকে বেধড়ক মার ডাং করে। এ সময় অভিযোগকারীর আত্মচিৎকারে লোকজন এগিয়ে আসলে বিবাদীগণ জীবননাশের হুমকি প্রদান করে ঘটনাস্থল ত্যাগ করে । এ বিষয়ে অভিযুক্ত সালমান আদন এর নিকট মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, নির্মিতব্য বাড়ির ভিতরে আমাদের এক হাত জমি বিদ্যমান আছে তাই আমরা বাধা প্রদান করেছি । তিনি মারডাং-এর বিষয়টি স্বীকার করেছেন ।
বাদী হাফেজ মোঃ আনোয়ার হোসেন বলেন, আমার অধিকারভুক্ত সম্পত্তিতে বাড়ি নির্মাণে উক্ত অভিযুক্ত গন বাধা প্রদান করেছে আমাকে মারপিট করেছে । অভিযুক্তরা আমাকে এবং আমার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি প্রদান করে আসছে । বর্তমানে আমি ও আমার পরিবারের সদস্যরা তাদের ভয়ে চলাফেরা সহ নির্ঘুম দিনাতিপাত করছি । তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ।
Leave a Reply