পীরগঞ্জ রংপুর, বজ্রকথা প্রতিনিধি।– প্রতিদিন দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে রংপুরের পীরগঞ্জ উপজেলার কাঁঠাল।
রংপুরের পীরগঞ্জের কাঁঠাল, মিষ্টি,রস ও গন্ধে সুস্বাদু হওয়ায় দক্ষিণাঞ্জলের জেলা গুলোতে এইখানকার কাঁঠালের বেশ চাহিদা রয়েছে বলে জানা গেছে। অনেক আগে থেকেই পীরগঞ্জের মাটিতে নানা জাতের ও সাদের কাঁঠাল চাষ হয়ে আসছে। এর মধ্যে খাজা ও গালা কাঁঠল বেশি। কাঁঠাল ব্যবসায়ীরা বজ্রকথাকে জানিয়েছেন, তারা গ্রাম থেকে ছোট বড় মিলে গড়ে প্রতিটি কাঁঠাল কিনছেন ৯০ টাকা করে। কাঁঠাল ব্যবসায় তাদের মোটামোটি মুনাফা হচ্ছে বলে জানিয়েছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা সুমন আহমেদ জানিয়েছেন,চলতি মৌসুমে পীরগঞ্জে ২৫ হেক্টর জমিতে কাঁঠল উৎপাদন হয়েছে ২ হাজার ৮৮০ মেট্রিক টন। যার মুল্য ৫ কোটি ৭৬ লক্ষ টাকা। ছবি- বজ্রকথা
Leave a Reply