মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৩:৫৪ অপরাহ্ন

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে পীরগঞ্জ প্রেসক্লাব এর  মানববন্ধন

রিপোটারের নাম
  • আপডেট সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৭৯ বার পঠিত
পীরগঞ্জ (রংপুর)  বজ্রকথা  প্রতিনিধি ।- গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে ও সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে রংপুরের পীরগঞ্জ প্রেসক্লাবের উদ্যেগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
   ৯ আগষ্ট/২৫খ্রি: শনিবার দুপুরে পীরগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, পীরগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক শাহ মোঃ সাদা মিয়া, যুগ্ন আহ্বায়ক মোস্তফা মিয়া, সাংবাদিক বখতিয়ার রহমান, আঃ হাকিম ডালিম, এম এ গণি, আব্দুল করিম সরকার, হাবিবুর রহমান প্রমুখ।
এ সময় সাংবাদিকরা বলেন, দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিন পেশাগত দায়িত্ব পালন কালে সন্ত্রাসীদের হাতে নৃশংস হত্যাকান্ডের শিকার হয়। এ দায়িত্ব রাষ্ট্র এড়িয়ে যেতে পারে না। একই দিনে গাজীপুরে আরও এক সাংবাদিককে প্রকাশ্যে মারধর করে সন্ত্রাসীরা।
বক্তারা আরোও বলেন সারাদেশে সাংবাদিক হত্যা ও নির্যাতনের ঘটনা যেভাবে বেড়ে চলছে, তা দেশের জন্য অশুভ সংকেত। সাংবাদিকরা দেশের জন্য, গণতন্ত্রের জন্য ও দেশের মানুষের জন্য কাজ করেন। সাংবাদিক হত্যা ও সাংবাদিকদের উপর নির্যাতন অব্যাহত থাকলে থাকলে স্বাধীন মত প্রকাশ অসম্ভব হয়ে পড়বে। দেশের প্রকৃত গণতন্ত্র ব্যহত হবে, এসব ঘটনা স্বাধীন মত প্রকাশের ক্ষেত্রে বড় বাঁধা। সভায় বক্তারা অবিলম্বে সাংবাদিক তুহিন হত্যাকান্ডের সাথে জড়িত সকলের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com