শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৪:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ  পীরগঞ্জে উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার রংপুর -৩ আসনের এমপি প্রার্থী সামসুজ্জামান সামুর নির্বাচনী সভা ঘোড়াঘাটের সাজাপ্রাপ্ত আসামি র‌্যাবের অভিযানে গ্রেপ্তার পীরগঞ্জ টিটিসির নবাগত অধ্যক্ষকে দায়িত্ব প্রদানে  টলিবাহানার অভিযোগ পীরগঞ্জে  ব্যবসায়ীর সোয়া পাঁচলাখ টাকা ছিনতাই পীরগঞ্জে আবু সাঈদের কবর জেয়ারত করে নির্বাচনের প্রচারণা শুরু করলেন  ধানের শীর্ষে প্রার্থী  অবহেলিত রংপুরের উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট চাইলেন সামসুজ্জামান সামু  রংপুর-৬ পীরগঞ্জ আসনসহ ৬টিতে বিএনপির প্রার্থী চুড়ান্ত  বিএনপি কখনও আওয়ামীলীগ হবে না- নুরুল হুদা বাবু

বিরামপুরে সাবেক ইউ,পি চেয়ারম্যানের বিরুদ্ধে শৃংখলা ভঙ্গের অভিযোগ

রিপোটারের নাম
  • আপডেট সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৩৩ বার পঠিত

বিরামপুর (দিনাজপুর) বজ্রকথা প্রতিনিধি।-দিনাজপুরের বিরামপুর উপজেলার  দিওড় ইউনিয়ন পরিষদের চেযারম্যান আব্দুল মালেক হত্যা মামলার আসামী ও আওয়ামী লীগ সমর্থিত থাকার কারণে দীর্ঘদিন ইউনিয়ন পরিষদে অনুপস্থিত থাকায় অত্র ইউনিয়নের সাধারণ জনগনের দৈন্যদিন বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, জেলা প্রশাসকের কার্যালয়, স্থানীয় সরকার শাখার নীতিমালায় জেলা প্রশাসক রফিকুল ইসলাম অত্র ইউনিয়নের ৪নং ওযার্ড সদস্য ও ১নং প্যানেল চেয়ারম্যান মোক্তার হোসেনকে বিরামপুর উপজেলাধীন ৪ নং দিওড় ইউনিয়ন পরিষদ পরিচালনার জন্য দায়ীক্তপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যানকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণে প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের নির্দেশ দেন। দায়িত্ব পাওয়ার পর থেকে মাঝে মাঝে বিভিন্ন ভাবে প্রতিপক্ষের মিথ্যে অপমান ও অপদস্তের সম্মুখীন হচ্ছেন বলে তিনি অভিযোগ করেন।

প্যানেল চেয়ারম্যান মোক্তার হোসেন অভিযোগ করে বলেন, অত্র ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একটি হত্যা মামলার আসামী থাকায় দীর্ঘদিন গ্রেফতারী পরোয়ানা থেকে বাঁচতে আত্মগোপনে ছিলেন। এসময় অত্র ইউনিয়ন পরিষদের সকল কর্ম-কান্ড মুখ থুবড়ে পড়েছে। ইউনিয়নে জন-সাধারণের  সেবা, আর্থিক ও প্রশাসনিক কর্ম-কান্ড সুচারু ভারে পরিচালনার স্বার্থে ১২ জন (পুরুষ ও মহিলা) সদস্য একযোগে ১নং প্যানেল চেয়ারম্যান থাকায় আমার নাম স্থানীয় সরকার প্রশাসনের প্রশাসনিক উর্দ্ধতন কর্তৃপক্ষ নিকটে লিখিতভাবে প্রস্থাব করলে তা মঞ্জুর হয়। সেই ধারা বাহিকতায় জেলা প্রশাসক দিনাজপুর রফিকুল ইসলাম স্বাক্ষরিত ০৫.৫৫.২৭০০.০০৯.০৭.০২৬.২৫.৫৬৫ স্মারকর ও সূত্র: স্থানীয় সরকার বিভাগের ৪৬.০০.০০০০.০০০.০১৭.৯৯.০০৪৪.২২-৬৮৪ স্মারকে আদেশ প্রদান করে, আমাকে অত্র পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণে প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
সেই থেকে পরিষদের সকল সদস্যদের নিয়ে সম্মতি ভাবে প্যানেল চেয়ারম্যান হিসেবে কাজ করে আসচ্ছি। সাবেক চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল তাঁর কার্যালয় দাবী পূর্বক কক্ষে প্রবেশ করে তাঁর চেয়ারে বসছেন। এতে করে পরিষদের কাজ পরিচালনায় সমস্যা হচ্ছে। তিনি আরো বলেন, সাবেক চেযারম্যান আব্দুল মালেক মন্ডল আমার ব্যক্তিগত স্বাধীনতা ও চরিত্র বিকৃত করার লক্ষ্যে বিভিন্ন গণ-মাধ্যম কর্মিদের মিথ্যা তথ্য সরবরাহ করে আমাকে সমাজিক ভাবে কুলশীত করতে উঠেপড়ে লেগেছে। তিনি এ বিষয়ে প্রশাসনের দ্রুত প্রতিকার চেয়েছেন।

(সাময়িক অব্যাহতিপ্রাপ্ত) সাবেক চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডলের নিকট জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, আমি জনগনের ভোটে বিজয়ী চেয়ারম্যান। ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আমার কক্ষে যেতে পারবো না এমন নীতিমালা জারি আছে বলে আমার জানা নেই। তবে আমি কখনও অত্র পরিষদের আর্থিক ও প্রশাসনিক কাজে প্রতিবন্ধকতার সৃষ্টি করি নাই।

পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রবিউল ইসলাম জানান, সাময়িক স্থগিত ইউপি চেয়ারম্যান তাঁর কার্যালয়ে এসে নিজ কক্ষে বসেন। তিনি আসতে পারবেন কি না এই নীতিমালা আমার জানা নেই।

১নং ওয়ার্ড সদস্য একলাছুর  রহমান জানান, আমরা অত্র পরিষদের সকল সদস্য ও মহিলা সদস্যা সকলে মহামিলে প্যানেল চেয়ারম্যান মোক্তার হোসেনের সাথে পরামর্শ করে এক হয়ে কাজ করছি। কোন বিশৃংঙ্খলা ছাড়াই আমরা সকলেই ভালো ভাবে পরিষদের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছি।

ইউনিয়নের দুধীয়াগাছি গ্রামের বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম মিয়া জানান, প্যানেল চেয়ারম্যান কার্যালয়ে কেউ কাজ নিতে এসে ফিরে যায়নি। ইউনিয়ন পরিষদ সুষ্ঠুভাবে পরিচালিত হয়ে আসচ্ছে।

এলাকার সর্বস্তরের সচেতন মহল  উপজেলার দিওড় ইউনিয়ন পরিষদের সার্বিক উন্নয়ন অব্যাহত রাখতে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে প্রতিপক্ষের অহেতুক মিথ্যা ও হয়রানি মুলক কর্মকান্ড বন্দের জন্য দ্রুত তদন্ত পূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com