শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৪:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ  পীরগঞ্জে উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার রংপুর -৩ আসনের এমপি প্রার্থী সামসুজ্জামান সামুর নির্বাচনী সভা ঘোড়াঘাটের সাজাপ্রাপ্ত আসামি র‌্যাবের অভিযানে গ্রেপ্তার পীরগঞ্জ টিটিসির নবাগত অধ্যক্ষকে দায়িত্ব প্রদানে  টলিবাহানার অভিযোগ পীরগঞ্জে  ব্যবসায়ীর সোয়া পাঁচলাখ টাকা ছিনতাই পীরগঞ্জে আবু সাঈদের কবর জেয়ারত করে নির্বাচনের প্রচারণা শুরু করলেন  ধানের শীর্ষে প্রার্থী  অবহেলিত রংপুরের উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট চাইলেন সামসুজ্জামান সামু  রংপুর-৬ পীরগঞ্জ আসনসহ ৬টিতে বিএনপির প্রার্থী চুড়ান্ত  বিএনপি কখনও আওয়ামীলীগ হবে না- নুরুল হুদা বাবু

বিডিঅ্যাপস ডেভেলপারদের অর্থায়নে রবি ও ব্র্যাক ব্যাংকের এমওইউ

রিপোটারের নাম
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ২৮ বার পঠিত

ঢাকা, ০২ নভেম্বর, ২০২৫: দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান রবি আজিয়াটা পিএলসি এবং ব্র্যাক ব্যাংক পিএলসি একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। এর আওতায় রবির অ্যাপ মার্কেট প্লেস বিডি অ্যাপসের ডেভেলপারদের অর্থায়ন সহায়তা প্রদান করা হবে।

সম্প্রতি ঢাকায় রবির করপোরেট অফিসে সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়। এই সহযোগিতার মাধ্যমে ব্র্যাক ব্যাংক বিডি অ্যাপসের ডেভেলপারদের জন্য বিশেষায়িতআর্থিক সেবা দেবে। এ ছাড়াতরুণ ডেভলেপারদের অ্যাপের প্রচার, বিকাশ ও টেকসই পরিচালনায় সহায়তা করা হবে।এই উদ্যোগের লক্ষ্য হচ্ছে দেশের তরুণ ডিজিটাল উদ্যোক্তাদের ক্ষমতায়ন এবং তাদের প্রতিভা বিকাশের সুযোগ করে দেওয়া।

অনুষ্ঠানে ব্র্যাকব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব এসএমই সৈয়দ আব্দুল মোমেন, হেড অব স্মল বিজনেস অ্যান্ড ডিস্ট্রিবিউটর ফাইন্যান্স আলমগীর হোসেন, হেড অব মিডিয়া মবিজনেস অ্যান্ড সাপ্লাইচেইন ফাইন্যান্স ইন্দ্রজিৎ সুর, হেড অব এসএমই স্ট্র্যাটেজি, ইনোভেশন অ্যান্ড নিউ বিজনেস মোহাম্মদ জাকিরুল ইসলাম।

রবিআজিয়াটাপিএলসির পক্ষ থেকে উপস্থিত ছিলেনপ্রতিষ্ঠানেরচিফকমার্শিয়ালঅফিসারশিহাব আহমাদ , হেড অব মার্কেটিংশওকতকাদের চৌধুরী, ডিরেক্টর (কাস্টমারভ্যালুসল্যুশনস) মানিকলাল দাস ও জেনারেলম্যানেজার (ভিএএসঅ্যান্ডডিজিটালসার্ভিসেস) শফিকশামসুর রাজ্জাক।

অনুষ্ঠানে রবির চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ বলেন, “ব্র্যাক ব্যাংকের সঙ্গে এই অংশীদারিত্বের মাধ্যমে তরুণ অ্যাপ ডেভেলপারদের উদ্ভাবনী ধারণাকে টেকসই ব্যবসায় রূপ দিতে প্রয়োজনীয় অর্থায়ন সহায়তা প্রদান করা হবে। এই উদ্যোগ তরুণ ডেভেলপারদের এগিয়ে যেতেঅনুপ্রাণিত করবে। দেশের ডিজিটাল অর্থনীতিকে শক্তিশালী করতে ও ভ‚মিকা রাখবে।”

উল্লেখ্য, বিডি অ্যাপস রবি আজিয়াটা পিএলসির একটি ডিজিটাল উদ্যোগ। বর্তমানে দেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম বিডি অ্যাপস, যা দেশের ডেভেলপারদের উদ্ভাবনী সমাধান বাস্তবে রূপ দিতে টুলস, রিসোর্সসহ বিভিন্ন সহায়তা দিয়ে থাকে। খবর বিজ্ঞপ্তির

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com