মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :

শিবগঞ্জে পুকুরে শত্রুতার বিষ ২৫ লাখ টাকার ক্ষতি

রিপোটারের নাম
  • আপডেট সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৬ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জ থেকে বজ্রকথা প্রতিনিধি আব্দুর রব।- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শত্রুতা বশত পুকুরে বিষ প্রয়োগ করে বিপুল পরিমাণ মাছ হত্যা করার ঘটনা ঘটেছে।

১৩ ডিসেম্বর/২৫খ্রি: শনিবার ভোররাতে শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের বোয়ালের বিলে মাসুদ রানার পুকুরে  বিষ প্রয়োগের ঘটনা ঘটে। ভুক্তভোগী মাছচাষী মাসুদ রানা জানিয়েছেন, ৫১ বিঘার ৩টি পুকুরে মাছ চাষের জন্য একটি পুকুরে প্রায় ১০০ মণ পোনা ও বড় আকারের মাছ ছিল। রাত আনুমানিক সাড়ে ৩ টার দিকে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে পালিয়ে যায়। অল্প কিছুক্ষণ পরে সকল মাছ মরে পানিতে ভেসে উঠে।

তিনি আরো জানান, এর  প্রায় ১ মাস আগে একই এলাকায় পুকুর পাড়ের কলা চুরির ঘটনা ঘটে, সে সময় হাতে নাতে চোর ধরা পড়ে এবং উপজেলা নির্বাহী অফিসে অভিযোগের প্রেক্ষিতে তা মীমাংসা করা হয়। সেই ঘটনার জেরেই এই মাছ নষ্ট করা হতে পারে বলেও তার সন্দেহ।

পুকুরের পাহারাদার মো. রাজু বলেছেন, তিনি রাত ৩ টা পর্যন্ত জেগে ছিলেন। সকালে দেখেন পুকুরের পানিতে সব মাছ মরে ভেসে আছে।

এদিকে অত্র অঞ্চলের মাছ চাষি সমিতির সভাপতি আল মামুন বলেছেন, দীর্ঘদিন থেকে মাছ ও পুকুর পাড়ের কলা চুরির ঘটনা ঘটলেও কিছুদিন আগে পুকুর পাড়ের কলা চুরির সময় হাতেনাতে পাশের এলাকার চোর ধরা পড়েছিল। এখন আবার মাছ হত্যার  ঘটনা ঘটলো। তিনি মনে করেন একই গ্রুপ এসব ঘটনা ঘটিয়েছে।    তিনি  ্ভাআরো বলেছেন, প্রতিনিয়ত যদি মাছচাষিরা এ ভাবে ক্ষতিগ্রস্ত হন তা হলে তারা মাছ চাষে আগ্রহ হারাবে। তিনি তদন্তের মাধ্যমে দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার বলেন, এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক। ভুক্তভোগী আইনের আশ্রয় নিলে আমরা সাধ্যমত সহযোগিতা করব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই রকম আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2020-2022 বজ্রকথা।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Hostitbd.Com