পীরগঞ্জ (রংপুর) বজ্রকথা প্রতিনিধি ।- রংপুরের পীরগঞ্জে নুরুল ইসলাম(৫৫) নামে এক চালককে হত্যা করে মিশুক গাড়ি নিয়ে পালিয়েছে ছিনতাইকারীরা।
রবিবার ১৪ ডিসেম্বর/২৫খ্রি: সকালে মুক্তাগাড়ি বিল এলাকার মাহাবুব মন্ডলের জমি থেকে গলায় মাপলার পেচানো অবস্থায় মিশুক চালকের মরদেহ উদ্ধার করেছে পীরগঞ্জ থানা পুলিশ।
নিহত মিশুক চালক নুরুল ইসলাম উপজেলার চতরা ইউনিয়নের সোনাতলা (গোবিন্দপাড়া) গ্রামের মোয়াজ্জেম আলীর ছেলে।
মিশুক এর মালিক নিহতের ভাতিজা রুমেল জানান, প্রতিদিনের ন্যায় গত শনিবার সন্ধ্যায় আমার মিশুক নিয়ে চাচা বের হয়। রাত ৮ টার সময় চাচাকে ফোন দিলে তিনি বলেন ১৫০ টাকার রিজার্ভ ভাড়া নিয়ে সে হরিণসিংহ বাজার এলাকায় গেছে। পরে তাকে ফোন দিলেও আর ফোন রিসিভ করেন নাই। এরপর থেকে আর কোন যোগাযোগ হয় নাই।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা জানান, সকালে মুক্তাগাড়ি গ্রাম হতে ওমরপুর গামী কাঁচা রাস্তার পার্শ্বে কাটা ধানের জমিতে মরদেহ পরে থাকতে দেখে পুলিশকে জানায় স্থানীয়রা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মিশুক ছিনতাইকে কেন্দ্র করে নুরুল ইসলামকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হচ্ছে। মামলা প্রক্রিয়াধীন।
ওসি আরো বলেন, চালককে হত্যার পর মিশুক নিয়ে পালিয়ে গেছে ছিনতাইকারীরা।
Leave a Reply