এস এ মন্ডল বজ্রকথা প্রতিবেদক।– রংপুরের পীরগঞ্জে শীতকালীন সবজির দাম কমছে, তবে পেঁয়াজের তেজ রয়ে গেছে।
১৮ ডিসেম্বর/২৫খ্রি: বৃহস্পতিবার পীরগঞ্জের পৌর বাজারে গিয়ে দেখা যায়, প্রতিকেজি নতুন আলু ২৫ টাকার মধ্যে রয়েছে, বেগুন ৩০/৪০ টাকার মধ্যে বিক্রী হচ্ছে, মুলা এখন ১০ টাকা কেজি, মাঝারি আকারের ফুল কপি প্রতিটি ১০ টাকা, পাতা কপি প্রতিটি ২০ টাকা দরে বিক্রী হচ্ছে, লাউ প্রতিটি ৪০ /৫০ টাকার মধ্যে, মিষ্টি কদু প্রতি কেজি ৩০ টাকা। কাঁচা মরিচ ৫০ টাকা কেজি কিন্তু টমেটোর কেজি চলচ্ছে ৮০ টাকা, গাজর প্রতি কেজি ৫০ টাকা। আর পেঁয়াজ স্থানীয় জাতের এখনো ৮০ টাকা কেজিতে বিক্রী হচ্ছে। আদা ১২০ টাকা রসুন প্রতিকেজি ৮০ টাকা দরে পাওয়া যাচ্ছে।
পীরগঞ্জের হাট বাজারে এখন পর্যন্ত ভারতীয় পেঁয়াজ আসেনি, সে কারণে পেঁয়াজের বাজার গরম রয়েছে।
Leave a Reply