চাঁপাইনবাবগঞ্জ থেকে বজ্রকথা প্রতিনিধি আব্দুর রব।- চাঁপাইনবাবগঞ্জ জেলার গমোস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান ও বিএনপি নেতা শহিদুল ইসলাম( ৫৫) গত ১৫ তারিখ সোমবার রাতে তার নিজ বাড়ির ছাদ থেকে পড়ে মারা গেছেন।
জানা গেছে শহিদুল ইসলাম ছাঁদ থেকে পড়ে গেলে পরিবারের লোকজন দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় কিন্তু কর্তব্যরত চিকিৎসক শহিদুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
তার এ আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ।
বিএনপি নেতা শহিদুল ইসলাম এর মৃত্যুতে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন পাওয়া এবং সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আমিনুল ইসলাম,উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সি, গোমস্তাপুর উপজেলার ইউপি চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি ও পার্বতীপুর ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনসহ সকল চেয়ারম্যানগণ গভীর শোক প্রকাশ করেছেন।
Leave a Reply