চাঁপাইনবাবগঞ্জ থেকে বজ্রকথা প্রতিনিধি-আব্দুর রব।- চাঁপাইনবাবগঞ্জে একই সঙ্গে তিন সন্তানের জন্ম হয়েছে। রাজশাহী শহরের ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে একই গর্ভে তিন সন্তানের জন্ম দিয়েছেন ওই গৃহবধূ।
গত ১৫ই ডিসেম্বর [সোমবার] বিকাল সাড়ে তিনটার দিকে সিজারের মাধ্যমে গর্ভ ধারিনী এই তিন সন্তানের জন্ম দেন। নবজাতকদের মধ্যে তিনটিই মেয়ে ।পারিবারিক সূত্রে জানা গেছে, নবজাতক শিশু তিনটি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের অন্তর্গত ভবানীপুর গ্রামের বাসিন্দা মোঃ তোহরুল ইসলাম এবং মাতা মোসাঃ নাহিদা বেগমের সন্তান । বর্তমানে মা ও তিন সন্তানই সুস্থ আছেন বলে জানা গেছে।
“একই সঙ্গে তিনটি সন্তান জন্ম নেওয়ার বিষয়টি বিরল হলেও অসম্ভব নয়। বর্তমানে শিশুদের ওজন কিছুটা কম থাকলেও তারা আশঙ্কামুক্ত। তবে বাড়তি সতর্কতার জন্য তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।” একসঙ্গে তিন সন্তান পেয়ে দম্পতি ও তাদের পরিবার অত্যন্ত আনন্দিত। এদিকে এই খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা গ্রামের বাড়িতে তিন নবজাতক শিশুকে দেখার জন্য ভিড় জমান। শিশুদের বাবা তার সন্তানদের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
উল্লেখ্য একই মায়ের গর্ভে তিন সন্তান বা ‘ট্রিপলেট’ (Triplets) জন্মদান একটি বিরল এবং বিস্ময়কর ঘটনা। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে ‘মাল্টিপল প্রেগন্যান্সি’ (Multiple Pregnancy) বলা হয়।
Leave a Reply