আমি চীনের সিচুয়ান কৃষি বিশ্ববিদ্যালয়ের গম গবেষণা ইনস্টিটিউটের অধীনে ফসলের বংশগতি ও প্রজনন বিষয়ে ডক্টর অব ফিলোসফি (Ph.D.) গবেষণা সফলভাবে সমাপ্ত করেছি এবং ডক্টরেট ডিগ্রি লাভ করেছি।
এই দীর্ঘ যাত্রার সমাপ্তিতে, এক দশকেরও বেশি সময়ের সাধনাকে আজ স্মরণ করছি। আজ এক অফুরান কৃতজ্ঞতা, বিনম্রতা ও বিস্ময়ে, ভাবনায় মন আপ্লুত!
এই পথচলা শুরু করেছিলাম এক অজানা অভিযাত্রা হিসেবে; কল্পনাও করতে পারিনি এটি আমাকে একদিন শিক্ষাজগতের প্রবেশদ্বারে পৌছে দেবে।
মনীষীদের সেই বাণী “বস্তুর অনুসন্ধানের মাধ্যমে জ্ঞান অর্জিত হয়”—এ যাত্রা শেষে আজ তা গভীরভাবে উপলব্ধি করছি।
অনেকেই বলে থাকন, বিদ্যা অর্জনের পথ একাকি ও কঠিন কিন্তু আমার কাছে তা ছিল অনেকের দিকনির্দেশনা, উৎসাহ ও প্রেরণায় সমৃদ্ধ এক সফর। যারা জেনে বা না জেনে আমার পথকে আলোকিত করেছেন, তাদের সকলের কাছে আমি ঋণী। বিশেষ করে আমার গবেষণা তত্ত্বাবধায়ক প্রফেসর ড. শিয়ানতাও জিয়াং-এর নিকট কৃতজ্ঞ।
শ্রদ্ধার সাথে স্বীকার করছি, দীর্ঘ সময় ধরে তাঁর অক্লান্ত সহযোগিতা, উপদেশ,উৎসাহ আমার শিক্ষাগত ও ব্যক্তিগত ভাবনা এবং চেতনা বিকাশে অনন্য ভূমিকা রেখেছে। গবেষণার প্রতিটি ধাপে, বিশেষ করে পরীক্ষাগারে ব্যর্থতার মুহূর্তগুলোতে, তাঁর নির্মম ও গঠনমূলক মতামত এবং বুদ্ধিবৃত্তিক চ্যালেঞ্জ আমাকে সমৃদ্ধ করেছে। তাঁর কঠোর একাডেমিক মানদণ্ড, নিখুঁত তত্ত্বাবধান এবং অধ্যবসায় এই ডক্টরেট গবেষণাকে সফল করেছে।পিএইচডি শুরু করার সিদ্ধান্ত গ্রহণের সময় তাঁর পরামর্শ ছিল আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ মোড়। তাঁর আদর্শ আমার পেশাগত জীবনকে সবসময় অনুপ্রাণিত করবে।
আজ আমার স্বগীয় মাতা বিষ্ণু প্রিয়া দেবীকে খুব মনে পড়ছে, তিনি বেঁচে থাকলে আমার সফলতায় খুব খুব আনন্দিত হতেন। পিতাশ্রী কানু রাম মহন্তো-এর ত্যাগ, স্নেহ – ভালোবাসা, প্রার্থনা আমার প্রতিটি পদক্ষেপের মূল ভিত।
মা আজ বেঁচে নেই কিন্তু তাঁর আশীর্বাদ আজও আমার পথ দেখায়, আর বাবার নিঃশব্দ দৃঢ়তা চিরকালীন প্রেরণার উৎস। বলতেই হবে, আমার প্রতি আমার প্রিয় বড় বোন শান্তনা রাণী মহন্তো ও রিক্তা রাণী মহন্তোর আস্থা, স্নেহ, ভালোবাসা, প্রেরণা ছিল অক্সিজেনের মত। তাদের উৎসাহকে সামনে রেখে অবশ্যই নতুন পথের সন্ধানে অগ্রসর হবো।
আর আমার জীবনসঙ্গিনী প্রীতি রাণী সরকার-এর কাছে আমার ঋণ অপরিশোধ্য! বলছি তোমার ধৈর্য, অবিচল সমর্থন ও বিশ্বাস আমাকে গভীরভাবে স্পর্শ করেছে।
বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা সত্যিকারের বন্ধুরা হলেন, হৃদয়ের নিকটতম প্রতিবেশী। আমি আন্তরিকভাবে ট্রিটিসি রিসার্চ ইনস্টিটিউটের সকল শিক্ষক, বিশেষ করে আমাদের গবেষণা দলের খুয়াপিং তাং ও শুয়েফেন লি-কে ধন্যবাদ জানাই আমার অগ্রগতিতে তাদের অবদানের জন্য।
আমি আরো কৃতজ্ঞতা প্রকাশ করছি, আমাদের ল্যাবের সিনিয়র সদস্য, সহকর্মী ও বন্ধু যারা শুরু থেকেই আমাকে স্নেহ ও সহযোগিতার হাত বাড়িয়ে এই যাত্রাকে একাকিত্বমুক্ত করেছেন।
আমি জন ইনস সেন্টার, যুক্তরাজ্য-এর ড. ডেভিড সিউং ও ড. রোজ ম্যাকনেল-কেও ধন্যবাদ জানাই আমাদের গবেষণা দলের প্রতি তাদের মূল্যবান পরামর্শ ও আন্তরিক উৎসাহ প্রদানের জন্য, যা আমার আন্তর্জাতিক একাডেমিক অভিজ্ঞতাকে গভীরতা দান করেছে। সিচুয়ান সরকার বৃত্তি (এসজিএস)-এর আর্থিক সহায়তার প্রতিও কৃতজ্ঞতা জানাই, যা আমাকে বিনা সংকোচে গবেষণা চালিয়ে যেতে সক্ষম করেছে। সর্বশেষে, সকল সহপাঠী, সহকর্মী এবং অজানা-অচেনা অনেক মানুষ, যাদের সাহায্য, জ্ঞান বা সদয় কথায় আমি উপকৃত হয়েছি, তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ। নাম জানা বা অজানা সকলেই এই পথচলায় প্রত্যক্ষ-পরোক্ষভাবে যুক্ত থেকেছেন, আপনাদের সকলের অবদান আমার জীবনে চিরস্মরণীয় হয়ে থাকবে।
( লেখক ড. সুজন কুমার রংপুর জেলার পীরগঞ্জ উপজেলাধীন প্রজাপাড়া, ওয়ার্ড নং-৫, পীরগঞ্জ পৌরসভার বাসিন্দা)
Leave a Reply