পীরগন্জ (রংপুর) বজ্রকথা প্রতিনিধি।-পীরগন্জ উপজেলায় ২৩ ডিসেম্বর/২৫খ্রি: মঙ্গলবার মৎস্যচাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। এদিন চাষীদেরকে গোলসা,পবদা,টেংরা কার্প-মিশ্রচাষ বিষয়ে প্রশিক্ষণ প্রদানকালে চাষীদের সাথে গুরুত্বপূর্ণ মতামত আদান প্রদান করা হয় হয়।
উপজেলা মৎস্য দপ্তরের সহায়তায় এবং রাজস্ব বাজেটের অর্থায়নে সম্পন্ন হওয়া উক্ত প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার ক্ষুদ্র,মাঝারি এবং প্রান্তিক পর্যায়ের ৪০ জন মৎস্যচাষী অংশ গ্রহন করেন। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন মৎস্য বিভাগের রংপুর জেলা কর্মকর্তা মো. হাবিবুর রহমান তালুকদার, পীরগন্জের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কাওছার আলী, জেলা মৎস্য দপ্তরের দুইজন প্রশিক্ষ যথাক্রমে মো. রেজাউল কবীর এবং মোছা. মাসরুন্নাহার মায়া। এছাড় উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী মো. শাহজাহান আলী উপস্থিত ছিলেন।
Leave a Reply